জাতীয় জীবনে বাড়ে কেবলি ব্যবধান
ভুল শুদ্ধ নানা বিবাদে জাতি বিবাদমান,
ক্রমাগত ব্যর্থতা কোথায় কোথায় সমাধান
ভুলে ভুলে জাতি আজ তাই আঁধারে ধাবমান।
বিভেদ সংঘাতে খুলে নারে ঐ মুক্তিরো দ্বার
দিনে দিনে আরো বেড়েছে এ ব্যর্থতার ভার,
পতিত জাতি আবার হয়েছে পথহারা
সময় হলো থামাও থামাও এ পতনের ধারা।
বিভেদের মাঝেও আবার চাই জাতীয় ঐক্য
দেশের স্বার্থ আগে ভুলো যত মতানৈক্য,
দৃঢ় প্রত্যয়ে জানাও সবাই দৃঢ় অঙ্গীকার
স্বোপার্জিত বাংলাদেশ মোদের চির অহংকার।
৩.০০, দুপুর, ২১.০৮.২০১২, ঢাকা।
# ছবি গুগলি