ঐ পুঁজিবাদের কড়াল থাবা গ্রাস করিছে বিশ্ব
তবুও কি মানুষ দেখে যাবে নগ্ন জঘন্য দৃশ্য!
ক্ষুধিতের আহার কেড়ে নিয়ে
গড়ে যারা সম্পদের পাহাড়,
চিৎকার করি রুদ্র রুঢ় রুপে
আমি চাই যে তার প্রতিকার।
বিদ্রোহের অগ্নি দ্রোহ তৃষিত তপ্ত প্রাণে জ্বলুক
অভাগারা অধিকারের কথা বজ্র কন্ঠে বলুক।
বৈষম্যের বিবেকহীন অসভ্য উলঙ্গ সভ্যতা
আর কত কত চলবে বলো হিংস্র বর্বরতা!
আর কতরে হবি রক্তাক্ত
আঘাতে আঘাতে জর্জরিত;
কত সইবি আর দৈন্য দশা
জাগুক প্রাণে মুক্তির ভাষা।
লাথি মারো সব মুক্তিকামী প্রলয় উন্মত্ত জোরে
ঘুমন্ত অবচেতন থাকবি কত পদানত হয়ে?
আয়রে আমার মুক্তিকামী হবি নতুন দিনের শিষ্য
ফুঁসে উঠেছে রণ রুদ্র রুপে আম-জনতার বিশ্ব,
শৃঙ্খল বেড়ির রুদ্র কপাট ছিন্ন হওয়ার দৃশ্য
দেখবে এবার দেখবে সবাই দেখবে নতুন বিশ্ব।