প্রায় পনেরো দিনের ব্যবধানে দুটো অনুবাদ বই পড়লাম, বিখ্যাত লেখকদ্বয়ের বিখ্যাত বই। আর্নেস্ট হেমিংওয়ে'র 'আ ফেয়ারওয়েল টু আর্মস' ও এরিখ মারিয়া রেমার্ক'র 'অল কোয়ায়েট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট'। যুদ্ধ বিরোধী অনন্য দুটি উপন্যাস।
যুদ্ধ, ধ্বংস, নির্মমতা, অমানবিকতা, হৃদয়হীনতার নিপূণ আর করুন বিবরন বই দুটির পাতায় পাতায় লিপিবদ্ধ হয়েছে গভীর মমতা আর উপলব্ধি থেকে, মানুষের প্রতি, জীবনের প্রতি। বইগুলো পড়লে আপনি স্রেফ উন্নাসিক হবেন যুদ্ধের প্রতি, তীব্র অরুচি জন্মাবে তথাকথিত দেশপ্রেম, জাতীয়তাবাদের ফাকা বুলির প্রতি। সব কিছুর উপর তো জীবনই, ক্ষুদ্র আর বৈচিত্রময় আকাঙ্খিত সুখময় জীবন। অথচ চাইলেই মানুষ সে জীবন যাপন করতে পারে না। লোভী, দুষ্ট, সুবিধাভোগী কিছু মানুষ বাধায় যুদ্ধ, হানাহানি। কেড়ে নেয় লাখো মানুষের সুখ, স্বপ্ন। ছিন্নভিন্ন করে নিশ্চিত জীবন, বেঁচে থাকার আনন্দ।
জীবন বন্দি হয় কোন ফ্রন্টে। সেখানে খাবার নেই, ঘুম নেই, ভালোবাসা নেই, স্বপ্ন নেই। আছে নিষ্ঠুরতা, গোলা, কামান, রাইফেল, রক্তের ফোয়ারা, পঁচা মাংসের উৎকট গন্ধ, দলিত মথিত রক্তাক্ত মাংসপিন্ড। অথচ মানুষ শান্তি চায়। নিরর্থক করুন মৃত্যু নয়। কিন্তু এ বোধ কি তাদের মাঝে জন্মাবে, যারা নিরীহ শান্তিপ্রিয় মানুষের হাতে অস্ত্র তুলে দিচ্ছে একে অপরকে হত্যা করতে।
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:২০