চিঠিটির কথা আমার মনেই ছিলনা । পুরনো কাগজ পত্র ঘাটতে গিয়ে ধুলোর আস্তরনে ঢেকে যাওয়া কাগজটি চোখে পড়ল । কৌতুহল নিয়ে কাগজটি খুলে দেখলাম । দেখে অবাক হলাম । সে কতদিন আগের কথা । এইচএসসিতে তখন আমার তুমল প্রেম চলছে । পড়ালেখা সব আলমারির উপর তুলে রেখেছিলাম । পড়ালেখা না করে ডেটিং... আহা ! ভাবতেই মজা ।
কি যে মধুর ছিল সেই দিনগুলো । যার সাথে আমার হ্দয়ের লেনদেন তার ঘনিষ্ঠ বান্ধবীই আমাকে চিঠিটি লিখেছিল । উদ্দেশ্য ছিল আমার সাথে মজা করা । স্মৃতিতে কখনোই ধুলো পড়েনা । মস্তিষ্কের প্রতিটি নিউরণে সে আছে ছিল এবং থাকবে । আজ এতো বছর সেই চিঠিটি পেয়ে পেছনের অনেক কথাই মনে পড়ে গেল । সেই চিঠি পড়ে আজ আবারো আমি মুগ্ধ । ওর সেই চিঠির উপমা আর চমৎকার সব শব্দ চয়নে চিঠিটি সত্যিই আমার কাছে অনন্য ।
আপনাদের জন্য চিঠিটি হুবহু তুলে দেওয়া হলো । পড়ে দেখুন....
জাহেদ,
পত্রের প্রথমে নববর্ষের নতুন দিনের শুভেচ্ছা রইল । আশা করি ভালো আছো । আমি কিন্তু ভাল নেই । আমি না তোমাকে খুব ভালোবাসি । কিন্তু তুমি ভালোবাসো ...... কে ( নামটা প্রকাশ করলাম না )।
আচ্ছা আমি তোমাকে কিভাবে ভালোবাসব ? আকাশের মত উদার নাকি সমুদ্রের মতো বিশাল ! আমি মনে করি আমি তোমাকে আকাশ ও সমুদ্র দুটির মতই ভালোবাসব ।
আচ্ছা তুমি আমাকে কিভাবে ভালোবাসবে ? পুর্ণিমার চাঁদের আলোর মতো নাকি অমাবশ্যার রাতের অন্ধকারের মতো ? পূর্ণিমার চাঁদের মতো যদি হয় তাহলে আমাদের প্রেমটা হবে উজ্জল আর সৌন্দর্যে ভরা । যার কোন শেষ নেই । আর যদি অমাবশ্যার চাঁদের মতো হয় তাহলে আমাদের প্রেম কারো নজরে পড়বেনা । আমি মনে করি পূর্ণিমার চাঁদের মতো ভালোবাসো ।
পরীক্ষার প্রস্তুতি যেন ভালো হয় ।
------------------------------------------------------------ তোমার প্রিয়া ।
চিঠিটি পাবার পর আমরা অনেক দিন এটা নিয়ে খুব মজা করেছিলাম । হাসি ঠাট্টা করতাম । মাঝে মাঝে আমার ইয়েকে এই বিষয়ে রাগাতাম । সে বলত - "যাও ওর কাছে । আমার কাছে কি ? এখনতো আমাকে তোমার দরকার নেই । " তারপর দুজনেই একসাথে হেসে ফেলতাম । সত্যিই কলেজে উঠার পর জীবনটা ছিল বড় স্বপ্নময় । বাস্তবতার চেয়ে কল্পনার জগতের প্রাধান্য আর আবেগের প্রকাশই ছিলো অন্যতম । সময়ের সাথে সাথে সেই স্বপ্ন , সেই রঙীন দিন আর কল্পনার ফানুস গুলো আজ আর অবশিষ্ঠ নেই । জীবনটা বড্ড কঠিন । ইশ ! আবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম । গানের কথাগুলোকে একটু অন্যভাবে----
" অমরত্বের প্রত্যাশা নেই, নেই কোন দাবী দাওয়া,
অবুঝ প্রেমময় সেই দিনগুলোতে ফিরে যাওয়া । "
আমার জীবনের ক্যানভাসের প্রথম পর্বটাও ছিল প্রথম প্রেমের অনুভুতি নিয়ে ।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩৪