ব্লগ পাতা ঘেটে পিছনে গিয়ে দেখলাম আপনারা কালকে একটা পোস্ট করে জানিয়েছেন যে, কেউ যদি তার সাময়িক/স্থায়ী ব্যন তুলতে চায় তাইলে সে যেন আবেদন করে।
বেদনার সাথে দেখলাম কিছু শুভানুধ্যায়ী আরো অনেকের সাথে আমার নামখানিও উল্লেখ করে ব্যন মুক্ত করার আহ্বান জানিয়েছেন।সবিনয় বলতে চাই যে এতে আমি খুবই কষ্ট পেয়েছি।
আমি কোন ধরনের আবেদন নিবেদনের মাধ্যমে আমার ব্যন উঠিয়ে নেয়ার পক্ষে না,কারন এমন কোন পরিস্থিতির উদ্ভব হয় নাই যাতে করে আমার অবস্থানের কোন পরিবর্তন ঘটতে পারে।
আমি যে পোস্ট করে নিষিদ্ধ হয়েছি,সেই পোস্ট (হোসেইনের পার্সোনাল নীতিমালা) থেকে সরে আসার কোন কারন দেখছি না।
তবে আমি আবার সেই আবেদন জানাই যে ,অন্তত:কিছু কবি সাহিত্যিকের নামধাম জানে (লেখা নাই বা পড়ল) এমন লোকজন দিয়ে মডারেশন করিয়েন।এটি সকলের জন্যই উত্তম।
আর আপাতত: আপনার পোস্টের অন্তত:শিরোনামের বানানটি সঠিক করুন।
শব্দটি "উদ্দ্যেশ্যে" নয়,"উদ্দেশ্যে"।
আমি গতকালকে জারীরের একটি পোস্টের অনেকগুলো ভুল বানানের তালিকা দিয়েছি,এখন জারীর বা হোসেইনের বানান ভুল হতে পারে,এদেরকে সবাই শিশু জ্ঞান করতে পারে,কিন্তু আপনার যখন বেসিক বানান ভুল করেন আর পরমূহুর্তেই আরেকজনের লেখা মডারেশন করেন,তখন বিষয়টি এখানকার অনেক জ্ঞানীগুনী ব্লগারদের (আমি নই) মাঝে হাসির উদ্রেক করতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডামাঢোলে কথাটি আজ না বললেও চলতো ,কিন্তু ব্যন উঠাবার কোন সুযোগ দিতে চাই না বলেই আজকে বলতে বাধ্য হলাম।
ইতি
হোসেইন।