বিশ্বাস আর আশা
দুয়ের মাঝে নেই কোন পার্থক্য
আছে শুধু অপেক্ষা ।
হতে পারে তা পূরণ,নাও হতে পারে,
বহু স্বপ্নে নীড় ভেঙেছে
কারো কারো স্বপ্ন ঘর বেঁধেছে,
কেউ বা ডানা মেলে উড়েছে
কেউ বা হারিয়েছে,
কারো স্বপ্ন হারিয়ে গেছে
কেউ বা স্বপ্নের হারানো ছোঁয়া থেকে
নতুন ভাবে পৃথিবীতে ঘর বাঁধতে শিখেছে,
নতুন জীবন নিয়ে বাঁচতে শিখেছে
কেউ বা নতুন স্বপ্ন নিয়ে বেঁচে আছে ।
হারানো থেকেই পাওয়া
যেখানে হারাবে সেখানেই পাবে
যেখানে অ’নিয়ম
সেখানেই আছে কোন না কোন নিয়ম,
শুধু খোঁজার পালা,
কোথায় লুকোচুরি খেলছে, সে নিয়ম অনিয়মের মালা ।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭