-আমার মেয়েকে ভালবাসার সাহস তোর কি করে হয়? জানিস আমি কে? আমি একটা হাজার টাকার নোট। তোর মত দশ হাজার দশ পয়সা একসাথে হলে আমার সমান হতে পারবি।
দশ পয়সা কোন জবাব দিল না, মিটিমিটি হাসতে লাগল।
-তোর মত বেহায়া দেখিনি জীবনে। অপমান করছি আর তুই কি না হাসছিস?
-আসকে না হেসে উপায় কি বলুন? ছেলেটা প্যান্ট লন্ড্রীতে দেয়ার আগে মানিব্যাগটা বের করতে ভুলে গেছিল। একটু পরেই আমরা পানিতে ডুবতে চলেছি আর এখনো পরে আছেন সেই চৌধুরী সাহেবের জমানায়...
গল্পঃ ডুব
০৮.০৫.২০২২
-স্যার, টয়লেটে যাব।
-যেতে হলে টিফিন ব্রেকে যাবে, আমার ক্লাসে এসব চলবে না... ... এই ছেলেরা, কোন কথা না, একদম চুপ। সবাই পৃষ্ঠা উল্টাও। আজকে আমরা পড়ব, মানবাধিকার।
গল্পঃ মানবাধিকার
০৮.০৫.২০২২
হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল।
-ভয় পেয়ো না, আমি তোমার পাশেই আছি। ওর কাঁধে আমি হাত রাখতে রাখতে বললাম।
-ভূ... ভূ... ভূত। বাঁচাও। আমার কন্ঠ শুনেই মেয়েটা দৌড় দিল।
গল্পঃ ভয়ংকর একটি ভূতের গল্প
০৮.০৫.২০২২
প্রথম দুটো গল্প পড়েছিলাম quora.com -এ, লিখেছি নিজের ভাষাতে। মূল লেখকের নাম উল্লেখ ছিল না, তাই কাউকে ক্রেডিট দিতে পারলাম না। শেষ গল্পটা মৌলিক।
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
সিরিজের বাকি পর্বগুলোঃ
পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২
পরমাণু গল্পসমগ্র-১৩
পরমাণু গল্পসমগ্র-১৪
পরমাণু গল্পসমগ্র-১৫
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২২ রাত ১০:১৯