অভিভাবক বলল বিয়ের কথা
মনরে তুই বুঝলিনা।
বড় চাকরির আশায় বলে দিলে
এখন বিয়ে করবিনা।
যে আল্পনার স্বামী হওয়ার যোগ্যনা,
বিয়ে করা জরুরীনা
সে বিয়ে করে, দিব্যি সংসার করছে
অথচ, কোন দিকে তুই যোগ্য কমনা।
আল্পনা তোর কী না হতে পারত,
হতে পারত সবচেয়ে অন্তরঙ্গ,
সবচেয়ে কাছের
দিতে পারত, সুখে দুখে আজীবন সঙ্গ।
ছোট বেলা থেকেই-যে কোন সিদ্ধান্ত নিতে
এমনিতেই আল্পনার সাথে শেয়ার করতে।
এখন তার সাথে দেখা করা নিষেধ
কথা বলা দোষ।
তার বিষয়ে চিন্তা করা পাপ
সব দিকে রাখতে হয় হোশ।
দেখা হওয়ার পরও
কথা বলা গেলনা।
কুশল বিনিময়ও হলনা
যদিও কথা বললে ক্ষতি ছিলনা।
ভালবাসা রয়ে গেল অপ্রকাশিত
বুকের ভিতর ব্যথা লেগে রইল।
পা থেকে মাথা পর্যন্ত
জোয়ার-ভাটা বইতে থাকল।
অপ্রকাশিত ভালবাসার ভার
অনেক চেষ্টা করেও বাড়তে থাকল।