ভাললাগা মানুষের জন্য জমানো কথার মাধ্যমে
শুরু হয় ভালবাসা।
ভুলতে চাইলে যায় না ভুলা
তাকে নিয়ে-অনেক অজানা অচেনা আশা।
পরিবার, বন্ধু ও পরিচিত মানুষরে চোখ এড়িয়ে
লুকিয়ে দেখা করতে যাওয়া।
রাতের পর রাত নির্ঘুম থাকা
বার বার ঘুম থকেে জেগে উঠা।
চুপ করে শুয়ে স্বপ্ন দেখে দেখে
সমস্ত শরীরে ব্যাথা।
একা আকাশের দিকে তাকিয়ে থাকা
নির্জনে ঘুরাঘুরি করা।
রোমালে, বইয়ে, খাতায়, কাগজের পাতায়
নাম লেখা ও ছবি আঁকা।
সফল কিংবা ব্যর্থ প্রেমিক-প্রেমিকার জীবনী,
তাদের গল্প পড়া বা শুনা।
ফোনে কথা বলে ঘুরাঘুরি করে
রাস্তা বানিয়ে ফেলা।
এক সময়
রাজকন্যা বা রাজপুত্র নিজের হয়ে যাওয়া।