রাজনৈতিক দলের সংজ্ঞা
মহামতি এরিস্টটল, কার্ল মার্কস, প্লেটো প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের বিভিন্ন সংজ্ঞা দিয়ে গেছেন৷ তারা যদি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে সেই সংজ্ঞা দিতেন তাহলে তা কেমন হত? চলুন, একটু কল্পনা করে দেখা যাক।
সংজ্ঞা: রাজনৈতিক দল হল সেই সকল লোকদের সমষ্টি যারা দিনরাত মিথ্যা বলে, যারা একে অন্যকে বিভিন্ন রকম বিশেষণে বিশেষিত করে, যারা নিজেদের মাঝে বিনা কারণে ঝগড়া করে, যারা নিয়মিত হরতাল ডাকে, যারা নীতির নামে দূর্নীতি আর মানবতার অজুহাতে স্বজন প্রীতি করে, যারা সকল জাতীয় সাফল্যকে নিজেদের দলীয় সাফল্য বলে প্রচার করে, যারা নিজেদেরকে সকল আইনের ঊর্ধ্বে মনে করে, যারা নিয়মিত বড় অংকের ঘুষ খায়, যারা কখনোই নিজেদের ভুল স্বীকার করে না (এবং নিজেদের ভুল সর্বদা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়ার চেষ্টা করে), যারা বিদেশের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করার কাজে সচেষ্ট থাকে, যারা রাজনীতিতে অংশগ্রহণকে শুধুমাত্র নিজেদের দলীয় কাজ ও অন্য দলের রাজনীতিতে অংশগ্রহণকে 'বাড়াবাড়ি' বলে মনে করে, যারা দেশে নানারকম সন্ত্রাসী জন্ম দেয় (যেমন: হাটুছিলা হাফিজ, মাথাভাংগা মফিজ), যারা কোন পড়াশোনা ছাড়াই বিভিন্ন রকমের ডিগ্রি অর্জন করে, যারা জনগণের অধিকার আদায় করার জন্য সকল রাস্তাঘাট নিজেরাই দখল করে রেখে জনগণকে সেই রাস্তাঘাট ব্যাবহারের অধিকার হতে বঞ্চিত করে, যারা বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানের নাম নিজেদের আত্মীয়দের নামে রাখতে আগ্রহী হয়, যারা বিদেশী সাহায্য নিজেদের পকেটে রাখতে অভ্যস্ত হয়, যারা 'আমার নিজের উন্নতি করলেই দেশের উন্নতি হবে' - এই তত্ত্ব দৃঢ় ভাবে বিশ্বাস করে, যারা বিভিন্ন সময়ে 'ব্যাক্তিগত' কারণে (কিন্তু সরকারী খরচে) বিদেশে ভ্রমণ করে, যারা যেখানে সেখানে যখন তখন জনসভা করে ট্রাফিক জ্যামের সৃষ্টি করে, যারা ইতিহাসে ঘটিত সকল ভাল কাজকে নিজের দলের কাজ এবং সকল মন্দ কাজকে অপর দলের কাজ বলে প্রমাণ করার কাজে লিপ্ত থাকে, যারা নির্বাচনের আগে জনগণকে অসংখ্য প্রতিশ্রুতি দেয় (এবং কখনোই তা রক্ষা করে না), যারা "ঐ গাড়িটি ভাঙতে পারলে তোমাকে টিভিতে দেখাবে এবং আমি তোমাকে দুই টাকা দিব" - এই কথা বলে টোকাইদেরকে গাড়ি ভাংচুর করার কাজে উত্সাণহ প্রদান করে, যারা নিয়মিত জেলে যায় (এরপর 'উপর' থেকে ফোন আসে ও তাদের ছেড়ে দেয়া হয়), যারা অপর দলের সদস্য গ্রেফতারকে 'সন্ত্রাসী গ্রেফতার' আর নিজের দলের সদস্য গ্রেফতারকে 'আমার দলের সদস্যদের উপর সরকারের পুলিশী নির্যাতন' বলে মত প্রকাশ করে, যারা বিভিন্ন প্রাইভেট টেলিভিশন চ্যানেল খুলে সেই সব টেলিভিশন চ্যানেলে নিজেদের প্রশংসা করার জন্য লোকজন নিয়োগ করে দেয়, যারা ........ - সেই সকল লোকদের সমষ্টিকে রাজনৈতিক দল বলে৷