পঞ্চশার্দুল স্মরনে
চিরবিদায় হে পঞ্চবীর পঞ্চশার্দুল
যেখানেই থাকো স্বর্গীয় সুষমায় থেকো
চির শান্তির দেশে যেনো থাকো
অকৃতজ্ঞ অর্ধশিক্ষিত জাতির সন্তান মোরা
মনে রাখতে পারিনি দুর্দিনের ইতিকথা
তোমাদের দিতে পারিনি ততোটা সম্মান
যতোটা ছিলো তোমাদের প্রাপ্য
পদতলে মাড়িয়েছি তোমাদের প্রাণ
তিন বছর সাত মাস পাঁচ দিন তথা
তেরোশত তেরো দিনের নারকীয়
কালোদিনগুলোর তান্ডব থেকে
তোমারাই এনে দিয়েছিলে মুক্তির ছোঁয়া
সাড়ে পঞ্চান্ন হাজার বর্গমাইলে উড়িয়েছিলে
বীরত্তের জয়গাঁথা ভরা পতাকা
অসুরের সকল বন্ধন করেছিলে ছিন্ন
লাল নীল বাহিনির ভেঙ্গেছিলে
হিংস্র-লোলুপ দন্ত নখর
বাসন্তিদের গায়ে তুলে দিয়েছিলে
এক টুকরো দেহ জড়ানোর বস্ত্র
একটি মাত্র দলের যাঁতাকল গিয়েছিলো উড়ে
সাংবাদিকের কলম হয়েছিলো অবারিত
আলম মিষ্টান্ন ভান্ডার থেকে মীজান কর্তৃক বিতরিত
মিষ্টি মুখে দিয়ে গুন্নু মিয়া বলেছিলো
ফেরাউনের চুঙ্গল হতে সত্যিই দেশ আজ মুক্ত
ফাঁসির রজ্জু তোমাদের কন্ঠে জড়ায়নি
জড়িয়েছে ষোলকোটি মানবের গলে
চিরবিদায় বলতে গিয়ে কন্ঠ রুদ্ধ আজ
টগবগে রক্ত ফুটছে শিরায় শিরায়
অগ্নি শিখা সম লেলিহমান বজ্রবাহু
যখনই এ দেশমাতৃকা হয় অসহায়
কোন নির্বিয্য দালালের হাতে পড়ে
তোমরা ফিরে ফিরে এসো বারবার
এই বাংলার সবুজ ছায়ার ধুসর পথ ধরে