কেন ভারত পন্থী দালালরা পাকি পন্থী রাজাকারদের চেয়ে বিপদজনক
পাকিস্তান আর বাংলাদেশের মাঝখানে ১২০০ মাইলের দুরত্ত্ব, মাঝখানে অবস্থান করছে পাকিস্তানের চিরশত্রু ভারত। তাই পাকিপন্থীরা চাইলেও বাংলাদেশকে আর পাকিস্তান বানাতে পারবেনা। বড় জোর ধর্মীয় বিরোধ সৃষ্টি করে জঙ্গিবাদিদের মদদ দিয়ে দেশকে কিছুটা দুর্বল করতে পারবে। তাতেও বেশি সফলতা তারা পাবেনা কেননা দেশের বেশিরভাগ মানুষ তা চায়না।
তবে নিখিল ভারতের প্রেমে বুঁদ হয়ে থাকা ভারত পন্থী দালাল রা চাইলে এদেশের স্বাধীনতার দীপ চিরতরে নিভিয়ে দিতে পারবে, কেননা এই ভারতের সাথে আমাদের ২৩০৯ মাইলের বিশাল সীমান্ত। এই শিখণ্ডি দালালদের কোমরের বল হচ্ছে ওই দীর্ঘ সীমান্ত আর সীমান্তের ওপাড়ের তাদের প্রভুরা।
তারা United States of India এর একটি প্রদেশের অংশ হয়ে আবার ভারতীয় হবার আকাঙ্খা মনের কোনে লালন করে। তাই তাদের ৭২-৭৫ শাসনামলে ফারাক্কা বাঁধ দেয়া হলে তারা জোড়ালো কোন প্রতিবাদ করেনি। আজকে আবার ভারত সুরমা আর কুশিয়ারার মুল স্রোতের উৎস বরাক নদীর উপরে টিপাইমুখ বাঁধ নির্মাণ করতে চায়। শিখণ্ডিরা বলছে এ বাঁধে নাকি কোন ক্ষতি হবেনা অথবা ক্ষতি হলে পরে দেখা যাবে।
কেন এ বাঁধে তাদের সম্মতি। কারন ফারাক্কা বাঁধের দ্বারা বাংলাদেশের উত্তরাঞ্চল আজ মরুভুমি হবার পথে। টিপাইমুখ বাঁধ নির্মিত হলে বৃহত্তর সিলেট, ঢাকা ময়মনসিংহ আর কুমিল্লার একাংশ মরুভুমিতে পরিনত হবে। এভাবে একদিন বাংলাদেশ অর্থনৈতিক ভাবে সম্পূর্ণ দুর্বল হয়ে পড়বে। এভাবে যদি ভারত বাংলাদেশের অর্থনৈতিক অসমতা ৫
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৯ বিকাল ৪:৪৫