খাওয়ার পানিতে ময়লা নিয়ে অনেকদিন ধরে বেশ ঝামেলায় ছিলাম।তাই এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ঠিক করা হল পানির ফিল্টার কিনতে হবে।চটকদার বিজ্ঞাপন দেখে ঠিক হল "ইউনিলিভারের পিউর ইট" ফিল্টারটিই কিনা হবে।তখন তো আর জানতাম না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে ! দোকানে গিয়ে দেখি এই ফিল্টারের উপর ৪০০০ টাকার ট্যাগ লাগানো যা বাজারের অন্যান্য ফিল্টারগুলোর প্রায় ২ গুণ !! তারপর এটি ভাল হবে বলে কেনা হল।তারপর বাসায় এনে ফিল্টারে ২ লিটার পানি দেওয়ার পরও দেখি কোন পানি জমা হয় না !! ভাল করে চেক করে দেখি এই ২ লিটার পানি ফিল্টারের নিচের খালি যায়গায় জমা হবে তারপর বাকি পানিগুলো মূল জায়গায় জমা হবে ! তাতেও কোন সমস্যা হত না যদি ঐ ২ লিটার পানিগুলো খাওয়া যেত।কিন্তু সমস্যা হচ্ছে ঐ পানিগুলো ব্যবহার করার কোন উপায়ই নেই ! নিরাপত্তার জন্য কিছুদিন পর পর ফিল্টার পরিষ্কার করার সময় এগুলো ফেলেই দিতে হবে।তারমানে আপনি যদি বছরে ২ বার এ ফিল্টার পরিষ্কার করেন তাহলে আপনাকে ৪ লিটার পানি ফেলেই দিতে হবে।আর বর্তমান সময়ে ৪ লিটার খাওয়ার পানি কেমন মূল্যবান তা আপনার অজানা থাকার কথা নয়।তাও এই ভেবে শান্তি পেলাম যে, যাক অবশেষে পানির সমস্যা থেকে মুক্তি পাচ্ছি। কিন্তু কেনার মাস দুয়েক পরেই দেখি যে ছাঁকুনিতে পানি ১ম ফিল্টার হবে তা ময়লায় নষ্ট হয়ে গেলো। তা কিনতে গিয়েই শুনি এটার দামই ২০০ টাকা :o !! তারমানে দাঁড়াচ্ছে যেহেতু ২মাস পরপরই এটা পাল্টাতে হচ্ছে তাতে বছরে শুধু এটা কিনতেই যাচ্ছে ১২০০ টাকা !! আচ্ছা তাতেও কোন সমস্যা নেই।তারপর মাস তিনেক যেতেই দেখি ফিল্টারে পানি দিলেই তা জমা না হয়ে বাইরে চলে যাচ্ছে ! সমস্যা কি চেক করে দেখি লাইফ ইন্ডিকেটরের মেয়াদ শেষ।এতো তাড়াতাড়ি কেন এটার মেয়াদ শেষ হল ? তার উত্তর মিললো দোকানদারের কথায়।দেড় হাজার লিটার পানি ফিল্টারিং করার পরপরই এটা পরিবর্তন করতে হবে !! তারমানে কোন কারণে যদি এক মাসেই দেড় হাজার লিটার পানি ফিল্টারিং করা হয়ে যায় তাহলে ১ মাস পরপরও এটা পরিবর্তন করতে হবে !! তবে একটা পরিবারে সাধারণত ৩ মাসেই দেড় হাজার লিটার খাওয়ার পানি ব্যবহার হয়।তো যেহেতু এটা আর ব্যবহার করা যাবে তাতে এটা নতুন কিনতে হবে।তা করতে গিয়েই শুনি আরেক সিস্টেম ! শুধু এটা কিনতে পাওয়া যাবে না ! আরো দুটো যন্ত্র সহ ৮০০ টাকা দিয়ে পুরো সেটটাই কিনতে হবে !!! তারপর যেহেতু বছরে এটা চারবার পরিবর্তন করতে হবে তাতে শুধু এর পিছনেই যাচ্ছে ৩২০০ টাকা !!! তাহলে এবার হিসাব করেন বছরে এই ফিল্টারের পিছনেই আপনার কত টাকা যাচ্ছে > ৪০০০+ ১২০ + ১২০০ + ৩২০০ = ৮৫২০ টাকা !!! এবার আপনিই ঠিক করেন এটা কিনে কিছুদিন পর পর পকেট থেকে টাকা খসাবেন নাকি অন্য ফিল্টারগুলো কিনবেন
রিপ্লায় দিতে দেরি হবে...