মাঝে মাঝে খুব খারাপ লাগে যখন শুনি আমার মোস্ট জুনিয়ার কেউ পি এস ডি করে দেশের নাম করা ইউনির্ভাসিটির লেকচারার হয়ে গেছে অথবা কেউ দেশে বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে সফটওয়্যার ইন্জিনিয়ার কিংবা ইলেকট্রিক ইন্জিনিয়ারং নিয়ে পড়ছে। অথচ আমার ৩০/৩১ বছর হয়ে গেছে, বিয়েও করেছি আবার এক সন্তানের বাবাও আমি অথচ একটা টাকাও ইনকাম করতে পারি না।
বাবা মারা যাওয়ার পর থেকে আমি যে কষ্ট করেছি যতবার অপমান অপদস্ত আর নির্যাতিত হয়েছি তা যদি দ্বিতীয় বার আমি রিভিউ করি সুস্থ্য মস্তিষ্ক নিয়ে এক মিনিট দাড়িয়ে থাকাটা আমার পক্ষে সম্ভব হবে না।
আমি দুধ ননি পনির খেয়ে বড় হয়েছি। কলেজ দ্বিতীয় বর্ষে থাকা কালীন অবস্থায়ও আমার বাবা কলের পানি চেপে গায়ে সাবান দিয়ে ডলে ডলে গোসল করিয়ে দিতেন। সেই বাবা যখন হঠাৎ করেই চলে গেলেন না ফেরার দেশে তখন থেকেই পরিচয় পেলাম বাস্তবতার। ১০/১১ বছর ধরে নিজের জীবনের সাথে অমানবিক যুদ্ধ করে কোন রকমে বেচে আছি। এখন জীবনের বাস্তবতাটা আমার চোখের সামনে ভাসে। যখন আমার আত্মনির্ভরশীল হওয়ার প্রয়োজন ছিলো তখন আমি ছিলাম অবুঝ নির্বোধ একটা বালক। আর যখন জীবনটাকে একটু বুঝতে শিখছি তখন দেখি আমি হাজারো মাইল পিছনে পড়ে আছি। আমাকে পিছনে ফেলে এগিয়ে গেছে সবাই।
সবাই যখন সফলতার একটা একটা ধাপ অতিক্রম করছে ক্রমে ক্রমে আমি তখনও জীবনযু্দ্ধে লিপ্ত। জীবনের প্রতি যখন আন্ডারস্ট্যান্ডিং টা একটু বাস্তবমুখী হওয়া শুরু হলো ততক্ষনে দেখি অনেক দেরি হয়ে গেছে.... যেই সময়ে আমার একটা পজিশনে থাকার কথা ছিলো সেই সময়টাতে আমি এখনো ট্রাভেল করছি অন্যদিকে জুনিয়রের জুনিয়াররা সাকসেসের বিভিন্ন চূড়ায় পৌছে গেছে।
আদৌ কি আমি পারবো একটা সম্মানজনক লাইফ লিড করতে নাকি সবাই আমাকে আড় চোখে তিরস্কার করে যাবে,.... যখন তখন pinching করে যাবে আর নির্বোধ অসহায়ের মেনে নিয়ে চলতে হবে..আমি কি আর পারবো না নিজেকে গ্লোরিফাইড করতে...
নাকি জীবনের বাকি সময়টা এভাবেই কেটে যাবে....!!!
Someone can tell me...???