"বাবা"
এটা বাবাদের গল্প,
দীর্ঘ পথ বাসে দাড়িয়ে দাড়িয়ে পাড়ি দেন বাবারা,জীবন যুদ্ধে এক জোড়া ছেড়া জুতা নিয়ে কত বর্ষায় পথ হাটা।
সন্তানের কোনো সখই অপূর্ন থাকতে দেয় না বাবা,হাসি মুখে বড় মাংসটা তুলে দেন নিজের সন্তানের প্লেটে।
বাবাদের ফোন কখনো পুরনো হয়না,সার্টের হাতাটাও কখনও ছোট হয়না,বাবাদের ঘড়িটার বয়স অনেক তবুও চলতেই থাকে,২৪ ঘন্টায় ৩৬ রকম কাজ আর চোখের কোনায় ক্লান্তির একটু ঘুম,অফিসের লানচ টাইমে ক্যানটিন থেকে তুলে নেয়া কম দামি সামুচাটা।
বাচানো টাকা দিয়ে যদি আর একটু খুশি করা যায় সন্তানদের!!
বাবারা সুবিশাল বাহু দিয়ে আগলে রাখেন তার পুরো পরিবার।
শেষ রাতে যখন চাদ ডুবে ক্ষুদ্র নক্ষত্রের আলোয় চারিদিক অন্যরকম হয়,তখন বাবা চুপিসারে সন্তানের পাশে এসে বসে,ভাঙ্গা হাসি দিয়ে সযত্নে ঘুম পাড়ায়।
প্রতিদিন জন্ম হয় প্রায় সাড়ে তিন লক্ষ সন্তানের,আর সাথে জন্ম নেয় একই অঙ্কের বাবারা...
"বাবা"
আমাদের জীবনের সফলতা অর্জনের পথে যে মানুষটার অবদান থাকে নিরব,অব্যাক্ত,অকৃত্রিম ভালবাসায় ভরা,তিনি আমাদের বাবা,আমাদের সুপার হিরো!!!
ভালো থাকুক সব বাবারা,ভালো থাকুক আমার বাবা।
We Salute the unsung HERO of our life!!!
Thank you BABA
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ রাত ১১:৫৩