ধরুন আপনি একদিন রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন ঠিক হঠাৎ একটা মেয়েকে দেখলেন,
মেয়েটাকে দেখে হয়ত আপনার মন আপনাকে জিঙ্গাসা করল এইটা কি মানুষ না পরি?? অর্থাৎ নিঃসন্দেহে মেয়েটি অত্যান্ত সুন্দর।
আপনি মেয়েটির প্রতি সময়ের সাথে আরো উৎসুক হয়ে পড়লেন,মেয়েটির সম্পর্কে আরো জানলেন।ধীরে ধীরে মেয়েটিকে আপনি পছন্দ করে ফেললেন।এতক্ষনে মেয়েটিও আপনাকে লক্ষ্য করেছে এবং মেয়েটিও আপনাকে পছ্ন্দ করে ফেলল।এরপর দুজন একসময় পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্কে জড়িয়ে পড়লেন! শুরু হলো আপনার জীবনের নতুন অধ্যায়,আপনি ভাবতে শুরু করলেন আপনি ভালবাসতে শিখে গেছেন।
কিন্তু সত্যি কি আপনি ভালবাসতে শিখে গেছেন?ভালবাসা সম্পর্কে সব জানেন?? এত সহজ ভালবাসা??
না আপনি ভালবাসার কিছুই জানেন না, ভালবাসা এত সহজ না।
আমি এখানে ভালবাসা কি তা বলব না কিংবা আমার পক্ষে সম্ভব না। কারন ভালবাসা অনেক কঠিন একটা বিষয়।
ভালোলাগা,প্রেম,ভালবাসা এক বিষয় না। ভালবাসা বিষয়টা ভালোলাগা কিংবা প্রেমের থেকে অনেক জটিল একটা বিষয়।
ভালবাসা কি জানতে চান? একজন মায়ের কাছে জিঙ্গাসা করুন,জিঙ্গাসা করুন রাস্তার ছেলেটিকে যে ব্যাক্তি একবেলা খাবারের ব্যাবস্থা করল।
ভালবাসা কি জিঙ্গাসা করুন কোনো তরুণ-তরুণীর কাছে নয় জিঙ্গাসা করুন একজন বিবাহিত স্বামী-স্ত্রীর কাছে যে
আসলে ভালাবাসা কি?
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ রাত ১২:৫৮