সাধারণভাবে সব মানুষই সমালোচনা করে কিংবা করতে ভালবাসে।আমিও অবশ্য তার ব্যাতিক্রম নই। আমিও অন্যের সমালোচনা করি।আগেই বলেছি আমি মানুষকে পর্যবেক্ষণ করতে ভালবাসি,তো এই ভালবাসার উৎস থেকেই আমি একদল মানুষকে পেয়েছি।
এই মানুষ গুলোকে নিয়েই আজ লেখার চেষ্টা করব কিংবা সমালোচনা করব।
তো মূল কথাই আসি,
আমি যাদের কথা বলছি তাদের জীবনটা অনেক ব্যাতিক্রম।আমার মতে তাদের সমাজে আলাদা একটি শ্রেণিতে অন্তর্ভূক্ত করা উচিত এবং শ্রেণির নাম দেয়া হোক "অনলাইন এডিক্টেড পিপল"
এই ধরনের মানুষ গুলোর বর্ণনাই আসি,
এই শ্রেণির মানুষ গুলো ইন্টারনেটের উপর এতো আসক্ত হয়ে যায় যে নিজের জীবন ও ভার্চুয়াল লাইফ বা অনলাইনের জীবন আলাদা করে চিন্তা করতে পারে না।অনলাইন জীবনের উপর এত আসক্ত হয়ে যায় যে তারা বাস্তব জীবনের উপর তাদের খেয়ালই থাকে না বরং তারা বাস্তব জীবনের কথা ভুলেই যায় প্রায়। অতপর শুরু হয় আরেক ভয়ানক অধ্যায় যখন তারা বাস্তব জীবন আর ভার্চুয়াল জীবনকে এক করার আপ্রাণ চেষ্টায় লেগে যায়, নিজের সাথে অন্যদেরও এই শ্রেণিতে অন্তর্ভূক্ত করার চেষ্টা শুরু করে, শুরু করে অন্যের বাস্তব জীবন আর ভার্চুয়াল জীবনকে এক করার চেষ্টায়।
এই বিষয়ে লেখার উদ্দেশ্য ছিল এই শ্রেণির মানুষের উপর থেকে রাগ কমানোর চেষ্টা এবং এই শ্রেণির মানুষের সংখ্যা যেন কমে।
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৬ রাত ২:৫০