টিপাইমুখি বাঁধ নির্মানে সবকিছু চূড়ান্ত
১. সামগ্রিক ক্ষতি ফারাক্কাকেও ছাড়িয়ে যাবে
২. ড্যামের উচ্চতা ১৬১ ও দৈর্ঘ্য ৩৯০ মিটার
৩. মরে যাবে সুরমা কুশিয়ারা ও মেঘনা
৪. তৈরি হবে ভূমিকম্পের আশংকা
৫. সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জের হাওরগুলো শুকিয়ে যাবে
৬. এ অঞ্চলের নদীগুলোর পানি লবণাক্ত হবে। ক্ষতিগ্রস্থ হবে কৃষি ও মৎস চাষ
৭. সামগ্রিক পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্থ হবে
নীরব সরকার, নীরব অপ্রয়োজনে অতি তৎপর বুদ্ধিজীবী ও সুশীল সমাজ।