এটাই আমার প্রথম ব্লগ। আজই ব্লগে রেজিস্ট্রেশন করলাম।
কিছু একটা লেখার ইচ্ছা। কিন্তু কি লিখব!?!?
ভাবলাম আমার ইদানিং দেখা কিছু মুভি সম্পর্কে লেখি।
আর একটা কথা। আমার পছন্দের শুরুতেই থাকে অ্যানিমেশন। অর্থাৎ, এনিমে, কার্টুন ও সিজিআই। লাইভ একশন অনেক দুরের ব্যাপার।
তাই যারা অ্যানিমেশন কে দুই চোখে দেখতে পারেন না, তারা এটা পড়বেন না।
ইদানিং বেশ কিছু মুভি দেখেছি।
যেটার কথা সবার আগে বলতে ইচ্ছা করছে সেটা হল, Princess Mononoke। ১৯৯৭ সালের মুভি।
যদিও নামে প্রিন্সেস রয়েছে, কাহিনীর প্রধান চরিত্র একজন প্রিন্স - একজন এমিশি প্রিন্স। তার নাম আসিটাকা। একটি শুকর দেবতার অভিশাপের শিকার সে। এই অভিশাপ থেকে মুক্তি পেতে সে পাড়ি জমায় পশ্চিমে। সেখানে গিয়ে সে আবিষ্কার করে, সে মানুষ ও প্রকৃতির মধ্যকার লড়াই এ এসে উপস্থিত হয়েছ....
Hayao Miyazaki - আমার পছন্দের পরিচালক - এটি পরিচালনা করেছেন।
তার পরিচালনার আরও দুটি মুভি দেখেছি,
Spirited Away - ২০০২ সালে এটি অস্কার জেতে।
Howl's Moving Castle - ২০০৫ সালে এটি অস্কার মনোনয়ন পায়।
তবে আমি মনে করি তার সবচেয়ে ভাল কাজ Princess Mononoke।
সবগুলোই ফ্যান্টাসি মুভি।
৫/৬ দিন আগে দেখলাম, The Girl Who Leapt Through Time। ২০০৬ সালের মুভি।
কাহিনীটা মাকুটো কোনো নামে এক মেয়েকে নিয়ে। সে একদিন আবিষ্কার করে যে সে সময়ের পেছনে আসতে পারছে এবং সে অতীতের কাজগুলো পুনরায় করতে পারছে।
গল্পটা রোমান্টিক কমেডি। এক ই সাথে সায়েন্স ফিকশন। কিন্তু আমার কাছে মনে হয় রোমান্টিক ফ্যান্টাসি কমেডি। হাসির গল্প।
আরো দেখলাম Madagascar - Escape 2 Africa। খুব ই হাসির মুভি। [মজা পাইসি]
এক সপ্তাহ আগে দেখলাম Appleseed। ২০০৪ সালের সিনেমা।
সাধারন একটা সায়েন্স ফিকশন। তবে দেখতে খারাপ লাগে না।
কাহিনীটা অনেক ভালো। ১৯৮৫ সালে প্রকাশিত একটি গ্রাফিক নভেল এর উপর ভিত্তি করে কাহিনিটা গড়ে উঠেছে।
এক ই সাথে ২০০৭ সালের সিকুয়াল Appleseed Ex Machina দেখলাম। এনিমেশনগুলো খুব ই ভালো হয়েছে।
এর কয়েক সপ্তাহ আগে Animax এ দেখলাম LaMB।
কাহিনীটা খুবই ভাল।
কিন্তু এনিমেশন এত খারাপ হয়েছে যে, এটা আমার দেখা এ বছরের সবচেয়ে বাজে মুভি।
তবে ফ্ল্যাশ দিয়ে এনভায়রনমেন্ট টা খারাপ আঁকে নাই।
এখন হাতে বেশ কয়েকটা মুভি আছে। ২টা দেখব।
The Place Promised in Our Early Days
Tales from Earthsea
খুব ই আশায় আছি কবে Summer Wars রিলিজ হবে।
অনেকগুলো লাইভ একশন মুভি বের হওয়ার আশায় বসে আছি।
এই বছরটা মুভির বছর।
কোনটা দেখে কোনটা দেখব।