অনামা - ৬
এইতো সেদিন ফাগুন এসেছিল।
নিঃসঙ্গ হিমে জমা বরফে ভাঙন ধরাবে বলে ফাগুন এসেছিল অনাহুত অতিথি হয়ে,
নতুন পাতা আর কৃষ্ণচূড়ার উপহার নিয়ে।
মনে আছে, সে কী উৎসব জমেছিল সেদিন!
বসন্তবরণ করবে বলে প্রেম এঁকেছিল স্বপ্নরঙা আল্পনা,
পাখিরা গেয়েছিল বসন্ত বাহার,
লাজবতী পৃথিবী করেছিল ফুলের শৃঙ্গার,
আশার নৈবেদ্যে হয়েছিল ঋতুরাজের পূজা।
তবু সে চলে গেল কেন?
পূজায় বুঝি ভুল... বাকিটুকু পড়ুন
