মাঝে মাঝে ভূল করে হলেও,
ভুল মানুষটাকে কিছুটা সুযোগ দেওয়া লাগে বুঝলে প্রিয়তমা !
না হয় শেষবারের জন্যে হলেও একটি ভুল করে দেখো ,
হয়তো ভূল সম্পর্কে তোমার ধারনাটাই ভূল হয়ে যাবে।
ভুল মানুষটাও তোহ মাঝে মাঝে চায় ,
কেউ একজন রোজ বেলা করে তার খবর নিক।
জিজ্ঞেস করুক তুমি খেয়েছো কিনা, ঘুমিয়েছো কিনা।
ভুল মানুষটাও তোহ মাঝে মাঝে চায় ,
কেউ একজন তার জন্যে শাড়ি টাড়ি পরুক,
চোখে কাজল টাজল দিক, কিংবা হাতে ডজন খানেক কাঁচের চুড়ি।
ভুল মানুষটাও তোহ মাঝে মাঝে চায় ,
কেউ একজন পড়ন্ত বিকেলে চা টা করে নিমন্ত্রন জানাক,
আজ আপনার চায়ের দাওয়াত রইলো এসে খেয়ে যাবেন কিন্তু
না হলে খুন টুন হয়ে যাতে পারেন।
তবে দিনশেষে এটাই চরম সত্য যে ভুল করেও
ভুল মানুষগুলোকে কেউ সুযোগটা দেয় না।