প্রিয় কেশবতী,
এখনো তুমি আমার কাছে যতটা প্রিয় , আমি তোমার কাছে ততোটা প্রিয় আছি কিনা তা আমার জানা নেই । কারো মনের কথা জানার ক্ষমতা থাকলে খুব ভালো হতো।
আমাদের তোহ কখনোই বিচ্ছেদের কথা ছিলো না। প্রেমে বিচ্ছেদ হয় তা শুনেছি , তবে ভালোবাসায় তোহ বিচেছদ হওয়ার প্রশ্নই আসেনা। তবে কি আমাদের মধ্যে কখনোই ভালোবাসা ছিলো না। এক জীবনে মানুষ প্রেমে পরে শহস্রবার তবে ভালো তোহ একজনকেই বাসা যায়। আর আমার সেই জনটা তুমিই ছিলে আছে এবং ভবিষৎ এ ও থাকবে।
আমাদের বিচ্ছেদের পেছনের দোষগুলো তোহ আমার একার ছিলোনা। শেষ বেলায় না হয় একটু বেশীই বকেছিলাম । তাই বলে এতটা দূরে সরে যেতে হবে তোমায়। যদি দূরেই চলে যাবে তবে হাত বাড়িয়ে এতটা কাছে টেনে নিয়েছিলে কেনো । শেষ বেলায় তুমি আমার নাইবা হলে। তবে আমি এটা জানি যে ভূলে যাওয়া বড়ই কঠিন, বড়ই ব্যাথার। আমি চাই ব্যাথাগুলো ব্যাথার মতো হোক । এমন ব্যাথা হোক যেনো বুক ফেটে যাক,এমন ব্যাথা হোক যেনো কেঁদে কেঁদে শরীর খারাপ হয়ে যাক। তাহলে অনেক তারাতারি এ ব্যাথা থেকে মুক্তি পাওয়া যাবে।
তুমি হয়তো দেখছো আমি ভালোই আছি, কিন্তু দিনশেষে আমিও ঠিক তোমার মতই আছি।
তাও বলছি যদি পারো একটি বারের জন্যে হলেও সকল ইগো কিংবা রাগ ভূলে ফিরে আসো। আমি তোমার জন্য পথ চেয়ে বসে রয়েছি।
ইতি,
তোমার মেঘবালক