আমি বলছি না ভালোবাসতেই হবে,
আমি চাই যখন পরম অশুখে বিছানায় লুটিয়ে পড়ে থাকি আমি ,
কেউ একজন এসে বসুক আমার পাশে,
হাত রেখে বিলি কেটে দিক আমর মাথায়,
আর বলুক কিচ্ছু হবে না আমি আছি তোহ,
আমি বলছি না ভালোবাসতেই হবে ,
আমি চাই পরম মমতায় কেউ হাতটি ধরুক,
সযত্নে বুঝে নেক আমার পুরোটা ,
আমার ভালো কিংবা খারাপ ।
সব জেনেই আমার হোক..
আমি বলছি না ভালোবাসতেই হবে ,
আমি চাই সকাল বিকাল কিংবা কাজের মাঝে
কেউ একটু হলেও আমার খবর নেক,
না বাজতে বাজতে মুঠো ফোনটাও বন্ধ আজ..
ইলেকট্রিকের যুগ কর্ম থেকে মুক্তি দিয়েছে আমাদের,
কিন্তু প্রেম থেকে নয়।
আমি বলছি না ভালোবাসতেই হবে ,
তাও আমি চাচ্ছি কেউ তার ঝাজালো রাগে ,
সুদরে দেক আমর ভুলগুলো ,
কোমল হাতে খাইয়ে দেক আমায়,
আর পড়ন্ত বিকেল কাঁধে মাথা রাখার স্থানটা দেক।
(নির্মলেন্দু গুণ এর, আমি বলছি না ভালোবাসতেই হবে এর অবলম্বনে)