কি এমন যন্ত্রতা!! সর্বত্র জালায় আমায়,
ছাইচাপা আগুনের গন্ধ বুকে নিয়ে
আমি আচলের দাগ খুঁজে বেড়াই।
না পাওয়ার যন্ত্রনায় ভুগতে ভুগতে একাদিন
জলন্ত সিগারেট এর মত নিশ্বেষ হয়ে যাবো আমি ।
আর তুমিহীনতাই হবে আমার মৃত্যুর একমাত্র কারন।
মাঝে মাঝে খুব ইচ্ছে করে...
তোমার শাড়ির আচলে আমার শত আবেগকে জড়িয়ে রাখি...
কিন্তু তখনই আমার সমটুকু বিষন্নতা মনে করিয়ে দেয়
' তুমি ' নেই... কোথাও নেই...
উত্তর-দক্ষিন পূর্ব-পশ্চিম কোন কোনে তুমি নেই!
আমার আকাশ জুড়ে , শহস্র তারার ঝলসানিতে তুমি নেই!
এমনকি বেঁচে থাকার অক্সিজেনেও তুমি মিশে নেই।
দুঃস্বপ্নগুলো এসে তীব্র কণ্ঠে চিৎকার করে বলে উঠে... ' তুমি ' নেই...
আজ ' তুমি ' নেই... ' আমি 'ও নেই...
যে শহরে তুমি থাকো।
সে শহেরেই আমি থাকি!
থকিনা দুইজন একসাথে।
হাঁটা হয়না পথ, হাতে হাত রেখে।
দু'জনেই শূন্য... একজন কল্পনার বাসিন্দা... অন্যজন বাস্তবের মৃত কায়া... ! !
পিছুটান... অভিমান... কল্পনা... প্রার্থনা... এক মুহূর্ত ছুঁয়ে দেখার ইচ্ছে...
এ সবই শূন্য... কিচ্ছু নেই পূর্ণতা কিংবা অপূর্ণতার এ গল্পে... ! !
মৃত্যু আমায় প্রতিটি ক্ষণে আমন্ত্রণ জানায় এখন...
অদ্ভুত হলেও ' তুমি ' আছো... তোমাকে না পাওয়ার কষ্টে লেখা গল্পে...
আমার প্রতি মুহূর্তের মৃত্যুতে... গল্পের কালো অক্ষরে জীবনের শেষ পাণ্ডুলিপির প্রতিটি
পাতায় বিচিত্র এক বাঁধা হয়ে...
' তুমি ' শব্দটাই বিশাল শূন্যতা মাখায়ংকর এক না থাকার গল্প... ! !