দৌলতখানে চাউল নিয়ে ব্যবসায়ীদের তেলেছমতি , গড়ে তুলেছে চাউলের মজুদ।
কৃত্তিম সংকট সৃষ্টি করে দফায় দফায় বাড়ানো হচ্ছে চালের দাম। গত কয়েকদিন ধরে চাউলের মূল্য কেজি প্রতি ৪/৫টাকা বৃদ্ধি পেয়েছে। এতে করে বিপাকে পরছেন নিম্ন আয়ের মানুষ।
চাল কিনতে আসা এক প্রাইমারি শিক্ষক জানান, যে দিনই চাল কিনতে আসি দাম আগের থেকে বেশি। এভাবে চলতে থাকলে স্বাভাবিক জীবনযাপন কষ্টসাধ্য হয়ে যাবে।
প্রতিনিয়ত চালের দাম বৃদ্ধির কারনে বাজারের অস্থিরতার বিষয়টি স্বীকার করেছেন খুচরা-পাইকারী ও সকল স্তরের চাল ব্যাবসায়ীরা। দামবৃদ্ধি নিয়ে খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা পরস্পর বিরোধী মন্তব্য করেছেন।
অভিযোগ রয়েছে চাউলের আড়ৎ, মুদি ব্যবসায়ী এর মুনাফালোভী মাহাজনরা অধিক মুনাফার জন্য হাজার হাজার মন চাউল তাদের একাধিক গুদামে মজুদ করে রেখেছে।
গোপন সংবাদের বিত্তিতে, এসআই ঈমাম বিউটি রোডে জাকির এর জেমি ষ্টোর নামক চাউলের গুদামে শত শত বস্তা চাউলের মজুদ পেয়েছেন। তবে এ ব্যাপারে জাকির জানান, তার দৈনিক বিক্রর জন্য এ চাল রাখা হয়েছে।
এসআই ঈমাম জানান, চাল মজুদের বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে, বিধি বহির্ভুত ভাবে ব্যাবসায়ীরা চাল মজুদ করে রাখলে, খাদ্য আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।