আজও আমি কল্পনার জগৎ এ
দাড়িয়ে আছি তোমার পাশে,
সামনে বিপুল জনস্রোত
হলুদ আলোর রাস্তা মিলিয়ে গেছে কুয়াশায় ভীড়ে,
আজকাল শহস্র আঙুলের ভীড়েও
আমি তোমার আঙুল খুঁজে বেড়াই;
বড্ড ভয় হয় আমার।
ইট পাথরের অজানা নগরীতে হারিয়ে যাচ্ছি আমি;
সবাই কেমন অপরিচিত-
কথা হয়; কিন্তু হৃদয়ের সংযোগ হয় না।
স্পর্শ হয়; কিন্তু অনুভূতি হয় না।
আামি যে আর পারছি না ;
ভীষন যন্ত্রতা হচ্ছে আমার;
ভিটেমাটি ফেলে চলে আসা রহিঙ্গদের মতো
একা আমি ; নিশ্ব আমি ;
সবাই জাহাজ নিয়ে আসে চোখে থেকে ঝড়াতে:
কিন্তু ভালোবেসে আশ্রয় দিতে আসে না যে কেউ!
তুমি কি একটু আমার কাছে আসবে?
শেষ বারের জন্য হলেও কি আসবে?;
তোমার হাতটা বুলিয়ে দিতে আমার বুকে;
নিজ হাতে দেখে নিতে কতটা নরক জ্বলছে এর গহীনে;
আমি ছটফট করছি;
তীব্র যন্ত্রণায় ছটফট করছি,
চারদিকের আলোটা ধীরে ধীরে কমে আসছে।
এ মৃতুই কি আমার শেষ মৃত্যু।