.......................................................
ধর্মের কাছে মানুষ সদ্য জন্মগ্রহন করা বিবেকহীন শিশূ। এমনকি ধারালো ক্ষুরের আঘাতে স্রষ্টার সৃষ্ট প্রান নিতে গায়ে বাঁধে না এই বিবেকহীন মানুষগুলোর,তাও আবার স্রষ্টার নাম যপে করা হয় এ বিশাল পূন্যের কাজ। আর এ বিবেকহীন মানুষগুলোর বিবেকহীন মস্তিস্ককে ব্যবহার করে রাতারাতি কোটিপটি হয়ে যাচ্ছেন চৌকস সুবিধাভোগীরদল।
ধর্মের কাজ শান্তির বানী প্রকাশ। পৃথিবী সৃষ্টিলগ্নের পর থেকেই কিছু রিতী নিতীর উপর নির্ভর করে শান্তি বানী প্রবাহের জন্য ধর্ম সৃষ্টি হয়ে এসেছে। Adherents.com এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ধর্মের সংখ্যা ৪,৩০০। প্রতিটা ধর্মের মুখ্য উদ্দেশ্য একই ,আর তা হল শান্তি। আর এ ধর্ম গুলো ভাইরাসের মত ছড়িয়ে আছে উপশিরায়। চোখের পাতার নীচে জমা পড়ে আছে ধর্মের প্রতি অন্ধ বিশ্বাস এর এক বিশাল জগৎ।
আমাদের দেশে করিম চাচার ছেলের নিমোনিয়া হলে পাশের বাড়ির হুজুর সাহেব আসে , দু চারটা ফু দিয়ে দিয়ে যান, দিয়ে যান পানি পড়া, ডাব পড়া, লেবু পড়া ইত্যাদি ইত্যাদি।
চলে যায় জ্বীন-ভুত , রাক্ষস-খাক্ষস ।
আর সফি সাহেবের মত এত বড় মাপের আলেম লোক এর সামান্য জ্বর হলে চলে যান আইসিইউতে , তখন আর কাজ করে না পড়া ডাবের পানি।
আমাদের দেশের কিশোরগঞ্জ, ঠাকাুরগাও , মুক্তাগাছার বিভিন্ন যায়গায় , মক্তবে পড়তে গিয়ে ৫-৬ বছরের শিশু ধর্ষন হওয়ার ঘটনা উল্লেখ আছে। বিশ্বাস না হলে গুগলে সার্চ করে দেখুন। এত বড় নির্লজ একটা কাজ কারার পরও কেউ তাদের কিছু বলার সাহস পায়না। হুজুর সাহেবকে কিছু বলা পাপের বিষয় । পরকালে জান্নাতে যেতে হলে যে তার শুপারিশ লাগবে। তার বিরেুদ্ধে কথা বলে পরকালের জান্নাত হারানো মত বলদ নয় মানুষ জাতি। যদি আরো বেশি কিছু জানতে চান, তাহলে ইনভিস্টেগেশন ৩৬০ডিগ্রী কতৃক প্রকাশিত লালুসালূ উপন্যাসের চরিত্রের আলোকে গড়ে উঠা ভণ্ড আলেম আহসান হাবিব পেয়ারের ভিডিওটা দেখতে পারেন।
অপরদিকে দু একটা কবিতা লিখার দায়ে তসলিমা নারসরিকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়। আল্লার নাম বেঁচে হত্যা ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত করা হয় রাজিব সহ আরো অনেককে্ই। নিজস্ব মতামত প্রকাশ করায় হূমায়ুন আহমেদ খারাপ, হূমায়ুন আজদ খারাপ।
একদল মানুষ ধর্মকে সাইনেবোর্ড বানিয়ে দিব্বি অপকর্ম করে বেড়াচ্ছেন বিনা বাঁধায়। ধর্মের মান ক্ষুন্ন করছেন। য থেকে যায় লোকচক্ষুর অন্তরালে। এদেশে তাদের বিচার হয়না, বিচার হয় যারা ন্যায় বাক্য উচ্চারন করেন। ব্যবসার পথে বাধার সৃস্টি হয় সুবিধাভোগী লোক গুলোই তখন প্রচার র করে বেড়ার এই লোক ধর্মের বিপক্ষে এই কথা বলেছে। একে হত্যা করতে পারলে জান্নাতে যাবেন, ৭২ টা হুরপরী পাবেন। আর বিবেকহীন মানুষ জান্নাতের আসায় , ৭২ টা হুরপরীর আশায় সত্য মিথ্যা বিচার না করেই নেমে যান প্রতারকের সৃষ্ট মিথ্যা জিহাদে।