সময়টা ২০০২ সালের এমনই এক জ্যৈষ্ঠ মাসের শেষের দিকের। আগাম বর্ষার ফলে আমাদের বাড়ির আশেপাশের ধানক্ষেতে বর্ষার পানি উপছে পড়ছে, রাস্তা কাদাময়। টানা বর্ষার কারণে নিতান্ত প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয় না, আর রাতে তো কোন কথায় নেই। সন্ধ্যার পরেই রাতের খাবার খেয়ে যে যার মত ঘুমিয়ে পড়ে। গ্রামের পাড়া মহল্লায় চলে শুনশান নীরবতা। আমাদের বাড়ি থেকে সামান্য দূরে রাস্তার গাঁ ঘেঁষে ছিলো অনেক গুলো আম, কাঁঠাল, নারিকেল গাছ। আম শেষ হয়ে গেলেও কাঁঠাল গাছ ছিলো ফলে ঠাসা। বাড়ি থেকে একটু দূরে হওয়ায় অনেকই আমাদেরকে ওই গাছগুলোর মালিক ভাবতে দ্বিধান্বিত হত। সঙ্গত কারণেই আর নীরব নিস্তব্ধ পরিবেশ পেয়ে চোর ৮/১০ টি কাঁঠাল এক রাতে চুরি করে। পরের দিন সকালে আমার বড় ভাই ব্যাপারটা প্রথম লক্ষ্য করে, ৮/১০ টি কাঁঠাল চুরি হওয়াতে ভাই চোরের মুন্ডুপাত করতে থাকে। ব্যাপারটা এখানেই শেষ হয়ে যায়, কাঁঠালের প্রতি আমাদের বাড়ির সবার কিঞ্চিত বিরক্তি ছিলো আর ওই গাছের কাঁঠালের প্রতি বিশেষ করে (টেস্ট খারাপ হওয়ায়)। ইতোমধ্যে ২/৩ দিন পার হয়েছে, কাঁঠাল চুরির কথাও সবাই ভুলে গেছে, তখন রাত বাজে ১০ টা বা তার কিছুটা বেশী হঠাত রাস্তা থেকে কেউ একজন চিৎকার করে বলে "কাঁঠাল ওয়ালাদের কাঁঠাল রেখে গেলাম"। হটাত করেই এমন একটি আওয়াজ শুনে আমরা কেউ গুরুত্ব দেইনি, কিন্তু পরের দিন সকালে দেখি ঘরের পেছনের বারান্দায় আমাদের ওই গাছের ৮ টি কাঁঠাল। তখন আর বুঝতে বাকি থাকলো না, গতরাতের ওই চিৎকার ছিলো কাঁঠাল চোরের। যাইহোক ওই আজব চোরের সন্ধান আমরা পাইনি । বুঝতে পারিনি কেনো চোর কষ্ট করে আবার কাঁঠাল ফেরত দিয়ে গেলো??
আলোচিত ব্লগ
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন
সত্যি বলছি, চাইবো না
সত্যি বলছি, এভাবে আর চাইবো না।
ধূসর মরুর বুকের তপ্ত বালির শপথ ,
বালির গভীরে অবহেলায় লুকানো মৃত পথিকের... ...বাকিটুকু পড়ুন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি 'কিংস পার্টি' গঠনের চেষ্টা করছেন ?
শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আন্দোলনে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক সংগঠন টি রাজনৈতিক দল গঠন করবে কিনা তা নিয়ে আলোচনা চলছেই।... ...বাকিটুকু পড়ুন
শেখস্থান.....
শেখস্থান.....
বহু বছর পর সম্প্রতি ঢাকা-পিরোজপু সড়ক পথে যাতায়াত করেছিলাম। গোপালগঞ্জ- টুংগীপাড়া এবং সংলগ্ন উপজেলা/ থানা- কোটালিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর অতিক্রম করার সময় সড়কের দুইপাশে শুধু শেখ পরিবারের নামে বিভিন্ন স্থাপনা দেখে... ...বাকিটুকু পড়ুন