শুধু নিজেকে নয়, নিজের দেশ নিয়ে ভাবো:
বর্তমান আমাদের দেশ কিন্তু খুব সুখে নেই। বিভিন্ন রকম দূষণ, দলে দলে দলাদলি, জোট, , জঙ্গিবাদ থেকে শুরু করে নানা সমস্যায় দেশ এখন জর্জরিত। তাই আশেপাশের মানুষদের সমালোচনায় তোমার সময় নষ্ট না করে শুরু করো দেশকে জানার, দেশের সমস্যাগুলো নিয়ে কাজ করার। কারণ পরোক্ষভাবে হলেও বৈশ্বিক সমস্যাগুলোর প্রভাব তোমার উপরেও পড়বে! চিন্তা করো একাত্তরে যারা যুদ্ধ করেছে তখন পরিস্থিতি আরো খারাপ ছিলো।
১) তখন মানুষের জীবনের নিশ্চয়তা ছিলো না।
২)তারা তবু হেড়ে যায়নি।
৩) দেশের জন্য শহীদ হয়েছেন।
৪) তারা কোন প্রকার অধিকার ভোগ করেনি।
৫) ভাবো তাদের কথা, যারা তোমার স্বাধীনতার জন্য জীবন দিয়েছে।
৬)দেশের বেপারে ভালো চিন্তা করো।
৭)খারাপ জিনিস সামনে আসবেই।
৮) ভালো জিনিস মগজে থাকলে খারাপ জিনিস দূরে চলে যাবে।
৯) সবসময় নিজের ভালোর কথা ভিন্তা না করে দেশের কথা চিন্তা কর।
১০)এখন থেকেই কাজে লেগে যাও।
১১)এই জন্যে যেকোন সমস্যায় সমাধানের দিকে ফোকাস করা খুবই দরকারি.।
১২)নিজের ইচ্ছেমতো হুট করে সিদ্ধান্ত নেবে না:
১৩)অনুসন্ধান কর! জীবনে ভুলটা কোথায় হচ্ছে?
নিজের সাথে খারাপ কিছু ঘটতে থাকলে মোটেও ঘাবড়াবেন না অপেক্ষা করুন, নিজেকে সময় দিন। এই প্রক্রিয়া আপনার মধ্যে ইতিবাচক চিন্তা তৈরি ও আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধিতে সহায়তা করবে।
ইতিবাচক মানুষের সাথে চলাফেরা করুনঃ
এমন মানুষের সাথে মেলামেশা করুন যারা আপনাকে গঠনমূলক কাজ ও আশাবাদী হতে সাহায্য করবে। নেতিবাচক চিন্তার মানুষদের সঙ্গ পরিহার করুন।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:১১