বৃষ্টি হলে, অর্ধেক শেষ
-------------------------
তীব্র তাপধারণ করে আছে আমাদের পৃথিবী। বিশেষত এই সময়ে আমরা প্রতিদিন বৃষ্টি কামনা করছি। আমরা যারা শহুরে নাগরিক, লোড শেডিং আমাদের এক্কেবারেই পছন্দ না। রাস্তাঘাটে বের হলে গাড়ির কালো ধোঁয়া, শব্দ দূষণ, ভেজাল খাদ্য এই সব কিছু থেকে মুক্তি পেতে একটু বৃষ্টিজলের জন্য আমরা তীর্থেরকাকের মত অপেক্ষা তে আছি।
আজ বাসা থেকে সন্ধার পর বাহির হয়েছি, সিগারেট আর বাচ্চার ডাইপার কেনার জন্য।
দেখি কোন খালি রিক্সা নেই। দারোয়ান এগিয়ে গিয়েও খালি পেলো না। অগত্যা বেশ কিছুটা হেটে কোন মতে একটা রিক্সা যখন পেলাম, তখন কাহিনী জানলাম রিক্সা ওয়ালার কাছে।
এখন ধান কাটার মওশুম। ইরি ধান কাটতে ঢাকা শহরের রিক্সাওয়ালারা সব গ্রামের পানে ছুটছে। ধান কাটা শেষ হতে প্রায় ২০ দিনের মত লাগবে। যদি বৃষ্টি নামে এখন তাহলে ধান কাটতে ঝামেলা হয়ে যাবে, বেশী বৃষ্টি হলে কিছু ধান বেশী নষ্ট হয়ে যাবে... শীলা বৃষ্টি হলে অবস্থা দফারফা হয়ে যাবে।
সক্কলটি বৃষ্টি বৃষ্টি করতাসে মামা, এরা তো মামা ধান দেখেনি। দুয়া কইরেন মামা, বৃষ্টি যেন ২০ বেলা না হয়। কাইট্টা আসি তখন মামা রিক্সাতে চড়ে ভিজুমনে।
এখন বৃষ্টি হলে মামা গরিবের পাছায় বাঁশ...
মামাকে আমি আর বলতে পারলাম না...
মামা, আমরা নিজের কৃষ্টি ভূলে পাছায় বাঁশ, হাতে হারিকেন নিয়ে চেতনার ক্ষেতে ফসল ফলাতে শিখে গিয়েছি, তোমার ক্ষেতের ধান না হলেও বাঙালির এখন চলে..
Face book Link #
লিংক ফেসবুক
http://haqsvoice.blogspot.com/2016/04/blog-post_29.html