যাকে ভালোবাসি রোজ,
যাকে পাওয়ার মন্ত্র আমার জানা নেই,
যাকে চক্ষু খোঁজেনা, হৃদয় খোঁজে,
যাকে কাছে বসাই প্রতি বেলায়, কল্পনায়,
সে আছে,
আবার নেই!
কি সুক্ষ ঢঙে সে বুনে যায় স্বপ্নের মায়াজাল,
হয়তো সে নিজেও জানেনা,
মাকড়শার জালের মত মুগ্ধতার আহবান,
আমি জড়িয়ে যাই, একটা-দুটো হাজার সুতোয়,
মুক্তি আছে,
তবুও নেই।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ১০:১৬