মেঘে ঢাকা আকাশের ফাঁক গোলে
তোর মিষ্টি হাসিরা
রোদ হয়ে ঝরে!
ভোরের কোমলতায় ভেসে আসে
তোর চোখের স্নিগ্ধতা।
হেমন্তের বাতাসে খেঁজুর পাতার ছন্দ
মিশে একাকার তোর চলার ভঙ্গিতে!
আমার মনন জুড়ে ঢেউ খেলে
তোর সৌন্দর্য্যধারা,
অনুভূতিরা ভেজে তোর গন্ধে,
আমি ভুলে যাই তোকে ডুমুরের ফুলে,
সাপের পায়ে, অমাবস্যার চাঁদে।
তুই থেকে যাস সময়ে-অসময়ে,
কারনে-অকারনে।
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০০