কই
নেইতো,
শুন্য দেখি,
পুরোটা জুড়ে,
স্বপ্নের বালুতট!
একবুক হাহাকার,
প্রত্যাশাদের মহামারী,
বুনছে নিজেদের সমাধি,
আত্নঘাতী হবে স্বপ্নেরা সব!
শব্দহীন ধ্বংসলীলা গর্জে উঠে,
উত্তর বক্ষ জমাট নিস্তেজ জ্বলন্ত!
প্রত্যাশাহীন বালুতটে তোমার অস্তিত্ব,
দম ফেলে হৃদপিন্ড, সান্তনা মেনে নেয়,
এইযে তুমি আছো, কিন্তু কোন চাওয়া নেই!
স্পর্শ্বে নেই, তবু অনুভবে তোমার কোলাহল,
আমার হৃদয়জুড়ে তোমার আভিজাত বসবাস।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫