জীবন কাটিয়েছি আমি শামুকের,
গাঙচিলের, ধুলো পড়া ডায়রির!
জীবন কাটিয়েছি ক্ষয়ে যাওয়া চন্দ্রের,
সুর্য্যগ্রহনের, স্তব্ধ চেতনার।
জীবন কাটিয়েছি আমি সতেজ বসন্তের,
ঝরে পড়া শিউলি ফুলের,
হয়তো কেউ মালা গাঁথেনি আমায় ঘিরে,
তবু আক্ষেপ করিনি,
সাঁতার শিখেছি।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৫