তোমাতে বিভোর হয় আঁখি,
স্তব্ধ নিথর থমকে যায় সহস্র এলোমেলো ভাবনা,
বেহেশতি হুরের কাব্যগুলো সামনে এসে দাড়ায়,
সুগন্ধ মাখে আমার সৌভাগ্য নয়ন ত্রয়,
তুমি, 'কথামালা' তুমি বিস্ময়, ভেতরে বাহিরে!
জীবনের স্বরবর্ণরা অর্থ খুঁজে পাক তোমার স্পর্শ্বে,
ব্যাঞ্জনবর্ণরা তোমার চরনতলে আছড়ে পড়ুক,
কালের বিবর্তনে তুমি হয়ে উঠো রুপের ধাঁধাঁ,
বনলতা সেনের মত, কিংবা আরো বিস্ময় ছড়িয়ে,
'কথামালা' তুমি অহমিকা, আফ্রোদিতি - ভেনাসের!
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৬