জানি তুমি অমিমাংসিত, তুমি নারী বলে,
কার তুমি, কবে কার, হবে কার, কে তুমি, মেয়ে - ?
এইতো কোল ঘেষে বসে আছো তুমি,
আবার অনেক দুর - ! দশ ফেরের ওপারে,
মৌমাছির সিমানা পেরিয়ে!
পরতে পরতে রহস্য সুড়ঙ্গ, এপাশে ওপাশের চিহ্ন নেই,
তুমি অমিমাংসিত! তুমি, তুমি বলে!
মনে হয় এইতো শিহরে বসে আছো, স্পষ্ট স্পর্শ্ব,
আঁকড়ে ধরি, সোনালী ত্বকে দেখি মাধুর্য্যের মধুমাখা,
গ্রীক দেবীদের সৌন্দর্য্য মলিন করা, অসীম সেই রুপ,
খুব কাছ থেকে, আমি ভিজি, তোমার মোহীত ঐশ্বর্য্যে,
আবার অনেক দুর - ! প্রণয়ের ওপারে,
আঁধারের সিমানা পেরিয়ে!
তোমার মনের মলাটে মলাটে ভিন্ন গন্ধ,
জলজ নুপুর পায়ে, অচেনা সুর!
কার তুমি, কবে কার, হবে কার, কে তুমি, মেয়ে - ?
তুমি অমিমাংসিত! তুমি, তুমি বলে।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১:২৩