ভেনিসের প্রধান খাল গুলোর একটি।
এই খাল গুলোই এখানে সড়কের ভূমিকা পালন করে।
শাখা খাল.........
খালে চলছে ঐতিহ্যবাহী নৌকা।
এরকম ছোট বড় হাজার হাজার ব্রীজ, জন্য একে ব্রীজের শহরও বলা হয়।
ঐতিহ্যবাহী নৌকা, ইতালীয়ান ভাষায় এদেরকে গন্ডোলা বলে।
আসলেই সুন্দর!!
গন্ডোলা
এদের সাথে ছবি তোলতে হলে পয়সা দিতে হয়...অনেকে বলে এরা ভিক্ষা করে!!
খালের পাড়ে দোকান।
প্রধান গির্জা, সান মারকো চত্তর!!
সান মারকো চত্তর!! ভেনিসের সবচেয়ে ব্যস্ততম এলাকা।
সান মারকো, হাজার হাজার পর্যটকের দেখা মিলবে এখানে।
ভেনিসকে মুখোশের নগরীও বলা হয়। ভেনিস ফেস্টিভ্যাল-এ হরেক রকমের মুখোশ পরে লোকজন ঘুরাফেরা করে।
Adriatic সাগর...
জাহাজ...সান মারকো চত্তরের পাশ দিয়ে যাতায়াত।
দ্বীপ...
মোরানো দ্বীপ, ভেনিস।
মোরানো কাঁচের তৈরি জিনিসের জন্য বিখ্যাত। এখানে আমাদের দেশের পুরান ঢাকা'র মতো ট্রেডিশনাল পদ্ধতিতে এরা এসব তৈরি করে।
কাঁচ দিয়ে তৈরি হে বেল্ট!!
কাঁচের তৈরি...
নীলের এক অপূর্ব দ্যুতি!!
[img|http://media.somewhereinblog.net/images/thumbs/Hibijibi_1311775251_16-35.JPG
এগুলোও ট্রেডিশনাল পদ্ধতিতে কাঁচ দিয়ে তৈরি।
কাঁচের তৈরি নারীর অবয়ব।
ছবি গুলো অপেশাধার হাতে, নরমাল ডিজিটাল ক্যামেরায় তোলা এবং কোন প্রকার এডিটিং বর্জিত। পেশাধার হাত আর ভালো ক্যামেরা পেলে হয়ত এই ছবি গুলোও আর আকর্ষনীয় হতো।