মোনাকো বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম স্বাধীন দেশ। ভ্যাটিকানের পরই এর অবস্থান। এর আয়তন মাত্র ২,০২ বর্গ কিলোমিটার। আয়তন যাই হউক না কেন সব মালদার পার্টির বসবাস এখানে। এখানকার ৮০ ভাগ অধিবাসীই হলো বিশ্বের অন্যান্য দেশের ধনী লোক। সব ধনী লোকরাই আসে এখানে বেড়াতে। তারপরও কেন যেন খায়েশ হলো একটু ঘুরে দেখতে। তাই চলে গেলাম আমাদের সেই ঘুরাঘুরির টিম নিয়ে। একটা গাড়ী আর একটা নেভীগেটর থাকলে কে আটকায়। যন্ত্রটা আপনাকে ঠিক জায়গামত পৌছে দিবে। মেডেটেরিনিয়ার সাগরের পাশের ছোট্ট এই জায়গাটা আসলেই সুন্দর। মনাকো পোর্টে গেলে দেখবেন শত শত ছোট বড় প্রমোদতরী। যেগুলোর ভিতরের ডেকোরেশন দেখলে হা করে তাকিয়ে থাকতে হয়। পোর্টের পাশেই পাহাড়ের উপর ওল্ড টাউন যেখানে প্রিন্স প্যালেস। এবার চলে যেতে পারেন ক্যাসিনো প্যালেসে সেখানে গেলে দেখবেন প্যালেসে সামনের পার্কিং-এ বিশ্বের সব দামী দামী গাড়ীর সারি। এর সামনেই আছে বিখ্যাত জুয়া খেলার ঘর। প্যালেস এবং এর আশে পাশের জায়গাটা বড়ই মনোরম। আরেকটা জিনিস সেটা হলো ফর্মূলা ওয়ান, এর প্রধান পিচ (Grand prix)কিন্তু মোনাকোতে। আর ইউরোপের অন্যান্য দেশের মত মিউজিয়াম তো আছেই। এবার এক নজরে মোনাকোতে আমার তোলা কিছু ছবি। সাধারণ কমপ্যাক্ট ক্যামেরাতে তোলা তাই ছবির মান নিয়ে প্রশ্ন না করলেই ভাল।
ক্যাসিনো প্যালেস
ক্যাসিনো প্যালেস
ক্যাসিনো প্যালেসের সামনের বাগান
ক্যাসিনো প্যালেসের পুরো অংশ দেখা যায় এই স্পেশাল গ্লোবে...
ক্যাসিনো প্যালেস
মোনাকো পোর্ট
মোনাকো পোর্ট
ওল্ড টাউন থেকে মোনাকো পোর্ট
ওল্ড টাউন থেকে মোনাকো পোর্ট
মোনাকো টাউন
ওল্ড টাউন থেকে মোনাকো পোর্টের অপর পাশ।
মোনাকো পোর্ট
বাড়ি ঘরের ধরণ...
এক ছবিতে পুরো মোনাকো