মানুষ মন বৈচিত্র্যময়। মনের মধ্যে সর্বক্ষণ কোন না কোন অদ্ভুত চিন্তা পরিক্রমণ করে। সেই অদ্ভুত চিন্তাধারার মধ্যে যৌনতা [এটি আমাদের সমাজে ট্যাবু। তাই এই বিষয়ে সঠিক তথ্য সবার জানা নেয়। আমি কাউকে জ্ঞান দান করতে চাইছি না বরং আমার মত প্রকাশ করছি। গুনিজনদের আগ্রহ দেখায় কোন তথ্য সংশোধন উপযোগী হলে জানিয়ে বাধিত করবেন] ভাবনা বিশাল অংশ জুরে বিরাজমান। ভাবনা গুলো একান্ত নিজস্ব। তবে বন্ধুদের ছেদ কাটা অভ্যাসের কল্যাণে ভাবনা গুলো চুরি হয়ে জমা হয় বন্ধুদের মস্তিষ্কে। এভাবেই ছড়িয়ে পরে এগুলো এক প্রাণ থেকে অন্য প্রাণে।
কোন মানুষ যুবক কালে জৈবিক চাহিদা পুরনের জন্য বিয়ে নামক সামাজিক বন্ধনে আবদ্ধ হয়। অনেক যুবক এই আনুষ্ঠানিকতা করার সামর্থ্য রাখেনা। বেকারত্ব ব্যধির শিকার হবার ফলে। তাই বলে কি তারা জৈবিক চাহিদা পুরোন করেনা? হ্যাঁ অবশ্যই করে। তাহলে কিভাবে? অনেক যুবক তাদের হাতের দিকে ইশারা করে জবাব দেয়-"এইটা আছেনা।" হ্যাঁ তাদের বলা কর্মটি হস্তমৈথুন।
হস্তমৈথুন সাময়িক আনন্দের খোরাক হতে পারে কিন্তু এটা জীবনকে অন্ধকারাবৃত করে দেয়। দেখা যাক কি কি সমস্যা হয় হস্তমৈথুনের ফলে।
১.শারীরিক:
★পুরুষাঙ্গ চিকন, ছোট এবং দুর্বল হয়ে যেতে পারে।
★উম্মাদনায় হস্তমৈথুন কালে পুরুষাঙ্গে চোট লাগতে পারে। ফলে পুরুষাঙ্গে ভাজ এবং ক্ষত সৃষ্টি হতে পারে।
★শুক্রাশয়ে ব্যাথার সৃষ্টি হতে পারে।
★শুক্রনালীতে শক্ত পিন্ড সৃষ্টি হতে পারে।
★শুক্রানুর উর্বরতা নষ্ট হতে পারে।
★নাপুংষক হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।
★গনোরিয়া রোগ হতে পারে।
★বীর্যপাত হবার সময় যেহেতু মূত্রনালি সাময়িক বন্ধ থাকে তাই কিডনিজনিত সমস্যা হবার সম্ভাবনা বৃদ্ধি পায়।
★যেহেতু শরীর থেকে ক্যালসিয়াম বেরিয়ে যায় তাই হাড়ের ক্ষয় সাধিত হতে পারে, দাঁত দুর্বল হয়ে পরতে পারে।
★প্রচন্ড মাথা ব্যাথা হতে পারে।
★শরীর কাঁপুনি দিতে পারে।
★চোখ আবছা হতে পারে।
২.মানসিক:
★ হস্তমৈথুন একধরণের নেশা। তাই আসক্ত ব্যাক্তি সর্বদা এতে ডুবে থাকে।
★ব্যাক্তি তার ভাল-মন্দ বোঝার ক্ষমতা হারিয়ে ফেলে।
★ব্যাক্তি তার জীবনকে তুচ্ছ মনে করে এবং মনে আত্মহত্যার প্রবনতা বাড়তে পারে। কেননা হস্তমৈথুন শেষে ব্যাক্তি তার কৃতকর্মের জন্য সাময়িক অনুশোচনা করে।
★ব্যাক্তি নেশার শিকলে এমন ভাবে আটকা পরে যে সে নেশার দাস হয়ে যায় এবং জীবন্ত লাশ হয়ে ঘুরে বেরায়।
৩.সামাজিক:
★এই অপকর্ম দ্বারা ব্যাক্তি মানব বৃদ্ধির স্বাভাবিক ধারায় বিঘ্ন ঘটায়।
★মস্তিস্কে বিভিন্ন বার ভিন্ন ভিন্ন নারীকে কল্পনা করে কর্ম সম্পাদন করার ফলে ব্যাক্তি প্রত্যেক নারীকে কুনজরে দেখে ফলে সমাজ কলুষিত হয়ে পরে।
★যেহেতু এটি ধর্মীয় আঈনে অন্যায় তাই সমাজ নোংরা করার পেছনে উক্ত ব্যাক্তি যথেষ্ট ভূমিকা রাখতে পারে।
★মোদ্দা কথা, একজন শারীরিক ও মানসিক বিকৃত ব্যাক্তি সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর।
★★★ তাই হস্তমৈথুনকে না বলুন। ধর্মীয় আঈন মেনে চলুন। ★★★
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮