#অধরা
#হেলাল_ইসহাক
সন্ধ্যা লগনে একা একা তুমি বসে ওগো আনমনে
নিবিড় মায়ায় হাতের যতনে হৃদয়ের বন্ধনে
কোমল পরশে রেশমি রুমালে কার লাগি বুনো ফুল
রঙহীন ঐ হৃদ আঙিনায় নাচবে কি বুলবুল!
বরষায় ভিজে কদম মালতি শাড়ির আঁচলে ভরে
বড় মমতায় তোলা ফুলগুলি শুকায় যে অনাদরে
অবহেলে বাড়ে বুকের গহীনে তপ্ত ক্ষতের চিন
সজল আঁখিতে পথ চেয়ে চেয়ে কাটাও রাত্রি দিন।
মুকুরে দাঁড়িয়ে কল্পিত মনে আঁকো ওগো কার ছবি
কালোমেঘে ঢাকা তোমার দুয়ারে উঠবে কি আর রবি
মগ্ন নয়নে কার দর্শনে করছো রাত্রি পার
খোলবে কি আর সেই প্রিয়জন রুদ্ধ মনের দ্বার।
তড়পে তড়পে রূহের বিরহে বিষাদ পেয়ালা হাতে
রূহের দহনে মিতালী গড়েছো চোখের জলের সাথে
পাঁজরের মাঝে নিতি খেলা করে অধরা খোয়াবী মন
নির্ঘুম চোখে রাতের প্রহরী বাড়ে শুধু জ্বালাতন।
কার লাগি ওগো তোমার নয়ন খোঁজে মরে দেশে দেশে
রসালো প্রেমের বিরহ কাহিনী কারে ওগো ভালোবেসে?