দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সরিষা ফুলের হলুদ হাসিতে রঙ্গিন হয়ে উঠছে এখন ফসলের মাঠ।
উপজেলার প্রত্যন্ত এলাকায় এ বছর সরিষা চাষে সাফল্যে আশানুরুপ সরিষা উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। ফলে হাওরপাড়ের দরিদ্র কৃষকেরা রবি মৌসুমে সরিষা চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রত্যাশা করছে।
সরেজমিনে দেখা যায়, দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের পূর্ব টিলাগাঁও বিস্তৃর্ণ বিস্তৃর্ণ ফসলী মাঠে এবছর কৃষকরা ব্যাপক ভাবে সরিষা চাষ করেছেন।
প্রতিটি জমিতেই তরতাজা সবুজ সরিষা গাছগুলোতে হলুদ ফুলে ফুলে ভরে ওঠায় কৃষকের মুখে হাসি ফুটতে শুরু করেছে। কিছু দিন পরেই সরিষা ফুল ঝড়তে শুরু করে গাছগুলোতে সরিষার দানা বাঁধতে শুরু করবে।
দোয়ারাবাজার উপজেলা কৃষি বিভাগ সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়নের সদর ইউনিয়নের বড়বন্দ, বাঘরা, সুরমা ইউনিয়নয়নের পূর্ব টিলাগাঁও, ভুজনা, শরীফপুর, নরসিংপুর ইউনিয়নের নতুন সিরাজপুর, নাছিমপুর, দোয়ারগাঁও, মান্নারগাঁও ইউনিয়নের হাজারীগাঁও, দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর, জঙ্গলশ্রী গ্রামে সরিষার চাষাবাদ হয়েছে। এরমধ্যে কালিয়াকান্দি হাওরের এবছর অনাবাদি জমিতে ব্যাপকভাবে চাষ হয়েছে উন্নত ফলন জাতের সরিষা। এবছর উপজেলায় প্রত্যন্ত এলাকায় মোট ৭৫ হেক্টর জমিতে সরিষা চাষাবাদ করা হয়েছে।
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২০