হুমায়ূন আহমেদ স্যার এর "আজ রবিবার" নাটক দেখছিলাম।
আহা নাটক বুঝি একেই বলে মনে হয় বারবার দেখি।কত আবেগ আর মায়াভরা সেই চরিত্রগুলো।
নাটকে দাদার চরিত্রে অভিনয় করা এই দাদুর আসল নাম কি?কেউ কি জানেন।উনার অভিনয় এতটা জীবন্ত,মনে প্রাণে দাগ কেটে যায়।
সেই ১৯৯৪ সাল বা ঐসময়কার Lighting Fan,Switch Board,Load Shedding, মোমবাতি,হারিকেন। নাটকে দেখানো এই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিষগুলো যেন আমার ছেলেবেলাকে মনে করিয়ে দেয়।
হুমায়ূন আহমেদ স্রষ্টা যা সৃষ্টি করে গেছেন,তার আবহ ভালবাসা দাগ কেটে যাবে বিশেষভাবে আমরা ৯০ দশকের মানুষগুলোর মনোপটে।
আহা!!এখনকার সময়ে নাটক হয় সত্য,কিন্তু হৃদয়মনে দাগ কাটতে পারে কতটা?
অথচ এই সব নাটকে খুব যে আহামরি টাকা বাজেট ছিলো তাও মনে হয় না।
এখন বুঝি, " কোথাও কেউ নেই" এর ফিকশনাল চরিত্র বাকের ভাই এর ফাসি ঠেকানোর জন্য কেন মানুষ ঢাকার রাস্তায় মিছিল করতে নামে। একটা অবাস্তব চরিত্রকে কতটা আবেগ দিয়ে ভালবাসা যায় তা দেখিয়েছেন হুমায়ূন স্যার,আসাদুজ্জামান নুর স্যার।
এগুলো এই দশকের ছেলেমেয়েদের কেউ বিশ্বাস ই করবে না।
স্যালুট হুমায়ূন আহমেদ স্যার,
স্যালুট আপনার সৃজনশীলতার।
বিঃদ্রঃ ১৯৯৪ সালে আমার জন্ম আমি নিজেও এই নাটক গুলো Youtube এই দেখেছি,তবে সেই সময়ের দর্শক যারা এন্টেনা লাগিয়ে বাশ ঘুরিয়ে ঘুরিয়ে সাদা কালো TV তে একমাত্র BTV Channel এ এসব নাটক দেখেছেন তাদের আবেগকে শ্রদ্ধা জানাই।