নিপুল শেখ, আমার দুর্সম্পর্কের মামা ,একজন "সুম্বাদিক" ছিলেন । জীবনের বেশীরভাগ সময় আঞ্চলিক পত্রিকাটার সাংবাদিকতা করেই গ্রামে এই "সুম্বাদিক" উপাধি পেয়েছিলেন । সুম্বাদিক শব্দের তুলনায় সাংবাদিক শব্দটা তার অধিক গৌরবময় মনে হত । তাই গ্রামে পুরোদস্তুর "সুম্বাদিক" উপাধি পাওয়া মানুষটা গৌরবময় "সাংবাদিক" হওয়ার জন্য চেষ্টা করছিলেন ।
আজ মাথা থেকে দেহ ৩ খন্ডে বিচ্ছিন্ন লাশটা দেখে আসলাম । এইসব সুম্বাদিক মানুষেরা বড়ই বিপজ্জনক । মরনের পরেও হয়ত তারা তাদের আন্দোলন চালিয়ে যায় । এইজন্য হয়ত তার জিহ্বা এবং হাতের আঙুল বিচ্ছিন্ন করা হয়েছে ।
তবে ডাক্তারি বিদ্যা পড়ানোর জন্য অতিমাত্রায় লাশচুরি হওয়া কবরস্থানটাতে আজ অতিরিক্ত পাহারাদার লাগবে না । কারন তার লাশটারও আজ কোন মূল্য নেই ।
মামা কালকে হয়ত সাংবাদিক Journalist উপাধি পাবেন বিভিন্ন সংবাদে ।
তার আপাত সামান্য অবদান স্মরন রাখার দায়িত্ব ইতিহাসের আছে কিনা আমি সন্দিহান । তবে একটা হতাশা তার থেকে যাবে বলে মনে হয় ।
কারন আমার গ্রামে মামা নিপুল শেখ একজন "সুম্বাদিক" হয়েই থেকে যাবেন ।