পথ চলতে ভয়
না জানি কোন ধরনের পরিস্থিতির শীকার হতে হয় কার-কখন-কিভাবে
কেননা সামনের দিকে মোরা অন্ধের মত ছুটে চলেছি
আর পেছনের দিকে স্পষ্টই দেখতে পাচ্ছি
পরিকল্পনা-কল্পনা,চাহিদা ও স্বপ্নের সাথে মিলে যাওয়ার আশায় দিন চলে আনেকের
কেউ আবার কল্পনার চেয়ে অধিক পেয়ে তাল হারিয়ে পথচলে
এই আপেক্ষিক সবকিছুর মাঝে পাগল মন কখন কি চাইেতে কি পেয়ে বসে
আবার কি পেতে গিয়ে কি হারিয়ে ফেলে-
নাকি নিয়ন্ত্রকরা আমাদেরকে কোন ধোকা দিয়ে বোকা বানিয়ে খেলা করে চলেছে-
সেসব আমাদের বোধের বাইরে
এই হারানো ও পাওয়ার মাঝে যেন গোপন কোন খেলা চলে
সুখগুলো যেমন গোপনে দুঃখকে খুজতে থাকে
দুঃখগুলোও তেমনি গোপনে সুখের কাছে যাওয়ার জন্য ব্যকুল হয়ে ওঠে
শরীর ও মস্তিস্কের প্রতিনিয়ত যুদ্ধের যেমন প্রতিযোগিতা চলে
তেমনি সৌরজগতের,সুর্যের ও পৃথিবীর পানিবাতাশের যুদ্ধ চলে
আত্নায় আত্নায় যুদ্ধ চলে-ভাল ও মন্দের,লাভ ও লোকসানের
ধনী ও গরীবের যুদ্ধ চলে-
ধর্মের সাথে ধর্মের,রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ চলে
প্রত্যেকেই যেন মোরা গোপনে ভীন্নধর্মী একাকটি যোদ্ধা
টিকে থাকার আশায় যুদ্ধ চালিয়ে যেতে হয়
থেমে থাকার অপশন নেই
একে অন্যকে বোঝানোরও অপশনও নেই-
প্রত্যেকের একান্ত ভীন্ন ধাতুর ক্রিয়ার প্রভাব, ও তার মনের কথাগুলো
অন্তরেই থেকে যায়
আবার মোরা নিজেরাও জনিনা-মোদের ধাতুর ভবিশ্যত কর্মকান্ড কি
এবং অতীতের ভূলগুলো কি এবং তার পার্শ্বপ্রতিক্রিয়া প্রভাব
প্রত্যেকের শরীরের মধ্যে এন্টিবডি ও ব্যাকটেরিয়া-ভাইরাসের যুদ্ধ চলে
যুুদ্ধের মাঝেই ব্লাকহোল সৌরজগৎ এবং উদ্ভিদ ও প্রানীর টিকে থাকা
ও সময়ে সবকিছুর পরিসমাপ্তি ঘটে
কঠিন রহস্যময় এ জগতে মোরা প্রত্যেকেই অসহায়,একা ও বোকা
তবুও মোদের লোভ হিংসা অহঙ্কার-
গোলযোগ,প্রতিশোধের আগুন এবং যুদ্ধ ও ধংশের চরম প্রতিযোগিতা চলে
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭