আমি অতীতের মাঝে ডুবে থেকে আত্নতৃপ্তি পেতে চায়
যেখানে চাদে বুড়ি বসে বসে গাভী দোয়াতো
সুর্য দেবতা ছিল এবং সে পৃথিবীর চারিদিকে ঘুরত
পৃথিবী তখন গোলাকার নয় সমতল ছিল এবং স্থীর ছিল
মাথার উপর অদৃশ্য ভগবান ছিল-তার নিকট সকল অভিযোগ অনুরোধ
জানানো যেত-সুখ দুঃখের কথা বলা যেত,চাওয়া পাওয়ার জন্য প্রার্থনা করা যেত
আবার সর্গ নরকও ছিল
বিপদ আপদ ও অপুর্ণতার জন্য ভগবানের কাছে প্রার্থনায় আত্নতৃপ্তি পা্ওয়া যেত
আবার অপরাধ করে তার কাছে ক্ষমা পাওয়ারও ব্যবস্থা ছিল
আমি ছোট কালের অজ্ঞতার আবেগের মাঝে আত্নতৃপ্তি পেতে চায়
যখন আমার পরিবার,সমাজ ও রাষ্ট্রের সকল মানুষকে অত্যন্ত আপন ও সুখী মনে হত
যখনকার বয়সে ও পরিবেশে কোন পাপ,ঘৃণা ও প্রতিশোধের আগুন জ্বলতোনা মানুষের মাঝে
ধংশ,দুঃসংবাদ ও অপরাধের কথা জানার কোন মিডিয়া ছিলনা
চারিদিকে শুধু সুখ,শান্তি আর ভালবাসা থাকত
বর্ষার নিস্তব্ধতায় চারিদিকে রাস্তাঘাট কর্দমত্ত থাকত,যেগাযোগ ব্যবস্থাও বন্ধ প্রায়
হাত পা গুটিয়ে নিরব প্রকৃতির অতীত,বর্তমান ও ভবিশ্যতের কত কথা মনে করিয়ে দিত
শরৎকালে থৈ থৈ জ্বল-নীল আকাশে সাদা মেঘের ভেলা-চারিদিকে বিদ্যুতের কোন তারতোর ও
বিল্ডিং বাড়ির কোন গাদাগাদি ছিলনা-চকচকে সবুজ প্রকৃতির মাঝে হৃদয় দোলা দিত
হেমন্তে পল্লীর কুড়ে ঘরে ধান উঠার আনন্দ এবং পেট পুরে পান্তাভাত ঝালপোড়া ও খিচুড়ির মজা
শীতে আবার গুড়োর নানা রকম পিঠা-জনসংখ্যা সীমিত-রাতে গাছপালার গাড় অন্ধকারে
টেমি ও হারিকেনের নিবু নিবু আলোয়,দাদা দাদীর কাছ থেকে ভুতের গল্পের ভয়
বসন্তের বাতাশে নারী পুরুশের যৌবণে রঙিন এক অজানা শান্তির অবিতৃপ্ত পৃথিবীতে নিয়ে যেত
না না না আমি চাইনা হাতের মুঠোয় চলে আসা পৃথিবীর সমস্ত কৃত্বিমতা ও ভালমন্দের সংবাদ পড়তে
দেখতে ও শিখতে চাইনা কাল্পনিক চিত্রের কোন ধংশ,যুদ্ধ ও মগজধোলায় জনিত
চরম ক্ষতিকর,অমানবিক,অসভ্য চরিত্রের চিত্র,অভিনয় ও গেমস
ব্যবহার করতে চাইনা পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত বিজ্ঞানের সকল মেডিসিন,প্রযুক্তি এবং কেমিক্যালযুক্ত খাদ্য
থাকতে চাইনা বিভিন্ন খনিজের,পদার্থের ও পারমানবিকের ভয়ঙ্করের বিবর্তনের মাঝে
এত কাজ এত উত্তেজনা এত উন্মাদনা এত উত্তপ্ততা এত অগাধ অর্থের অস্থিরতা থেকে
মস্তিস্ককে একটু বিশ্রাম ও একটু শান্তি দিতে চাই আমি
আমি জ্ঞানার্যন করে গ্রহ,ব্লাকহোল,পৃথিবীর উৎপত্তি,চাদ ও মঙ্গলের আবিস্কার জানতে গিয়ে
ভগবানকে হারাতে চাইনা,হতে চাইনা আমি অসহায়,একা ও বোকা-চাইনা সর্গের অপ্ছরী হুরগুলোকেও হারাতে
সীমাহীন চাহিদার অপুর্ণতাগুলোকে পরকালে পেতে চায় আমি
জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করার পূর্ব পর্যন্ত-প্রার্থনার মাঝেই সকল স্বপ্ন-আশা পুরণে মগ্ন থাকতে চায় আমি
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৪