হে পৃথিবীর মানুষ
একটু থেমে যাও ঐ বটবৃক্ষের নিচে
চেয়ে দেখ পুর্ণিমার চাদের ম্লান আলো
পৃথিবীর অবিতৃপ্ত প্রকৃতি তোমার জন্য সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছে
তারই মাঝে শেয়ার কর জীবনের সকল পাওয়া-না পাওয়াগুলো
আত্নতৃপ্তি পাবে!
হে পৃথিবীর মানুষ
জীবনের গতি কমিয়ে মস্তিস্ককে উত্তেজিত ও উন্মাদনার হাত থেকে রক্ষা কর
আনলিমিটেড ও আপেক্ষিক চাহিদা,ইচ্ছা-অনুভূতি পুরনে-
অহেতুক প্রতিশোধে আলেয়ার আলোয় নিজেকে শেষ করে দিওনা
দেখবে জিবনাপলব্ধিটা অনেক সুখকর
অনেক রঙিন,অনুভূতিময় তোমার শৈশব,কৈশর ও যৌবণগুলো
হে পৃথিবীর মানুষ
ক্ষণস্থায়ী এ যাদুর নাট্যমঞ্চে
যতবারই শ্বাস পাবে ততবারই তৃপ্ত হও-কৃতজ্ঞ থাক
বিশ্বাস কর-প্রতিমুহুর্তেই তুমি ম্যাজিকের ন্যায় বেচে আছ
এখানে ত্যগী হয়ে যতটুকু জোগাড় করতে পার তাতেই এনাফ থাকো
অহেতুক স্বর্গ-নরক,অহেতুক অগাধ অর্থ-অহেতুক আকাঙ্খা
অহেতুক সকল আত্নঘাতী ও রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধাপরাধীর দল
জীবণ সত্যিই একটাই! অপরাহ্নের ড্যাফোডিল ফুলের মত
এবং তার অতীত বর্তমান ভবিশ্যত-০০০!
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৮ সকাল ৮:৫৩