ব্যর্থতা এজগতে বড়ই কঠিন,নির্মম,অসহনীয়
কিন্তু যেখানে জগৎ জুড়েই আপেক্ষিকতা
সেখানে ব্যর্থতার পরিমাপ কোথায়
একই শুক্রকীটের কপি মোরা
একই আত্নার আত্নীয়
তবে কার সাথে পরিমাপ করব এখানে
এবং কিভাবে!
কেউ অল্পতে তুষ্ট-কেউ বেশিতেও তুষ্ট নয়
এভাবে সবই যেখানে আপেক্ষিক হয়
সেখানে ব্যর্থতা নিশ্চই মানুশকে নিশ্ব-একা
করে দিতে পারেনা
সবই মানুশের মনের ব্যপার
জ্ঞান,বিবেক-বোধ ও অনুভূতির ব্যপার
ব্যর্থতা,লোভ,হিংসা,অহঙ্কার
প্রতিশোধের আগুন,লান্চনা-বঞ্চনা
ভাললাগা-মন্দলাগা,মান অপমান
সবই অহেতুক শব্দের সৃষ্টি হয়েছে
সবই মনে রাখা,মনে করা ও না করার ব্যপার
এজগৎ এরকমই
এখানে সুখী ভাবাটাই বা সুখগুলো জড়ো করে
আকড়ে ধরাটাই বুদ্ধিমানের কাজ বা
সুখী থাকার ও সুখ পাওয়ার উপায়
অল্পেতুষ্ট ও ক্ষমাসুন্দর-ত্যাগী দিকই
এজগতের উন্নত পথ-শ্রেষ্ট পথ
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৮ রাত ১১:৪৮