অবশেষে সফলভাবে সমাপ্ত করতে পারলাম- "মিশন জিআরই" । মোটামুটি কয়েকমাসের কঠিন এবং একই সাথে চরম বোরিং পড়াশোনা থেকে মুক্তি মিলল ।
কিন্তু মুক্তি এতো সহজে আসেনি ! গত জুনের ২৩ তারিখ প্রথম জিআরই পরীক্ষা দেই । দেয়ার সময় মনে হচ্ছিল, ভালোই তো হচ্ছে! কিন্তু স্কোর দেইখা পুরা টাস্কি ! ভার্বাল ৩৫০ আর কোয়ান্টিট্যাটিভ ৬৫০ । এরপর থেকে আমার মনের শান্তি উধাও । কিন্তু বিসিএস প্রিলিতে টেকার কারণে মানুষের কাছে মুখ দেখাতে সমস্যা হয় নি । এরপর কয়দিন সব ছেড়েছুড়ে থাকলাম । জুলাই পর্যন্ত সব সিট অনেক আগেই বুকিং হয়ে গেছিল, তাই আবার দিতে পারার আশাও ছেড়ে দিয়েছিলাম । কিন্ত এরমধ্যে একদিন আমার জি আর ই অ্যাকাউন্টে সার্চ দিয়ে দেখি ৮ জুলাই ফাকা আছে । আবার নতুন করে আশায় বুক বাধলাম । টাকা পয়সা ম্যানেজ করে রাখলাম, যদিও স্কোর পাওয়ার আগে আব্বা আম্মাকে বলিইনি, জিআরই আবার দিচ্ছি । ১৩ তারিখে হঠাৎ ফাকা পেলাম ১৭ জুলাই এর ডেট টা । সাথে সাথে বের হয়ে গেলাম, কাওরানবাজার ভার্সিটিঅ্যাডমিশন থেকে রেজিস্ট্রেশন করে ফেললাম । মোটামুটি প্রিপারেশন নিয়ে গেলাম পরীক্ষা দিতে ।পরীক্ষা দিতে গিয়ে এমন এক পরিস্থিতি তৈরি হল যা গত কয়েকবছর মনে হয় ঘটেনি । ওদের সার্ভারে কানেক্টেড হচ্ছিল না । রোববার হওয়ায় অন্য সব জায়গায় ছুটি হওয়ায় হেল্পডেস্কেও কাউকে পাচ্ছিল না । সার্ভার কানেক্ট করতে ১ টা বেজে যায় । জিআরই'র মতো পরীক্ষায় প্রায় ৫ ঘন্টা অনিশ্চিত ভাবে বসে থাকার পর কি পরীক্ষা দেয়ার মানসিকতা থাকে । তাই আমরা বিকল্প ডেট দেয়ার অনুরোধ জানাই । অনেক ঝামেলার পর আমাদের বিকল্প ডেট দেয়া হয় যদিও তখনি কনফার্ম করতে পারেনি । যাই হোক ওদের সাপ্তাহিক বন্ধের দিন (শুক্রবার )আমাদের ডেট টা ফেলা হয় ।
আজই ছিলো সেই দিন । দিলাম এবং আজকের রেজাল্ট এই একমাসের সব দুঃখ ভুলিয়ে দিল ।
আজ এসেছে ভার্বাল-৫৭০ এবং কোয়ান্টিট্যাটিভ-৭৪০ মোট-১৩১০ ।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১১ বিকাল ৫:০৬