যারা টেকনিক্যাল কিছু জানেন না অথচ অনলাইনে রোজগারের চিন্তা করেন, তাদের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখার কয়েকটি ধারাবাহিক পোস্ট লিখছিলাম, আজ এর চতুর্থ পর্ব শুরু করছি । যারা আগের পোস্টগুলো পড়েননি তারা পড়ে নিতে পারেন এই লিংকগুলো থেকে
View this link
View this link
View this link
View this link
ইচ্ছা ছিল নিয়মিত পোস্ট দেয়ার কিন্তু ফাইনাল পরীক্ষা চলার কারনে সেটা আর সম্ভব হয়নি । এজন্য দুঃখ প্রকাশ করছি।
আমরা ইতিমধ্যেই আর্টিকল লেখা, ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং এগুলো নিয়ে আলোচনা করেছি । আজ আলোচনা করব ব্যাকলিংক তৈরির জন্য কার্যকর আরো কিছু পদ্ধতির কথা ।
সোশ্যাল বুকমার্কিং
ইদানিংকালে সোশ্যাল বুকমার্কিং সাইটগুলো থেকে পাওয়া ব্যাকলিংক সার্চ ইঞ্জিনে পজিশন নির্ধারনে গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে । মানুষ সাধারণত বুকমার্ক করে সেই সাইটগুলোকে যেগুলো তাদের ভালো লাগে । মানুষের এই পছন্দ অপছন্দের উপর সার্চ ইঞ্জিনগুলোরও আস্থা আছে । যে সাইট বেশি বুকমার্ক পাবে সে সাইট তাদের কাছে তত গুরুত্বপুর্ণ বিবেচিত হবে । সেজন্যে আপনি নিজে নিজেই শুরু করতে পারেন বুকমার্কিং । ভালো বুকমার্কিং সাইট যেমন ডিগ, স্টাম্বলআপন, মিক্স, রেডডিট এগুলোতে আপনার নিজের সাইটই বুকমার্ক করুন । যত বেশি সাইটে বুকমার্ক করবেন তত বেশি আপনার ব্যাকলিংকও বাড়বে । আর আপনার শেয়ার করা সাইটগুলো অন্যদের চোখে পড়বে, এতে আপনি সরাসরিও কিছু ট্রাফিক পাবেন ।
সোশ্যাল বুকমার্কিং সাইটগুলোর বিশাল একটা লিস্ট পাবেন এখানে View this link
তবে অতিরিক্ত স্পামিং এর জন্য অন্যতম বড় সাইট ডিগ এরই মধ্যে লিংকগুলো নোফলো করে দিয়েছে । আরও কয়েকটি সাইটও শীঘ্রই এর অনুসরন করতে পারে ।
প্রোফাইল লিংক তৈরি
বর্তমান সময়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জগতে আলোচিত একটি টার্ম হচ্ছে অ্যাঞ্জেলা পল লিংক বিল্ডিং । অ্যাঞ্জেলা পল লিংক বিল্ডিং হচ্ছে পিআর ২- পিআর ৭ সাইটে রেজিস্ট্রেশন করে প্রোফাইল লিংক তৈরি করা । সাইটগুলো অবশ্যই কিওয়ার্ড এর সাথে রিলেটেড হতে হবে । এটা ইতিমধ্যেই খুব কার্যকর প্রমাণিত হয়েছে । কিন্তু যে হারে মানুষ এভাবে লিংক বিল্ডিং করছে তাতে এটা কতদিন কাজ করবে সেটা নিয়ে প্রশ্ন উঠছে । কিন্তু যতদিন ই থাকুক না কেন, আপনি এটার সুবিধা নিতে দ্বিধা করবেন কেন ?
ডিরেক্টরি সাবমিশন
যারা ইতিমধ্যেই একটু আধটু এসইও কাজ করেছেন তাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে ডিরেক্টরি সাবমিশন এত পরে আসল কেন?
আসলে আমার কাছে ডিরেক্টরি সাবমিশনের ততোটা গুরুত্ব নেই । কারন সবচাইতে ভালো ব্যাকলিংক পাওয়া যায় ডিমজ থেকে । কিন্তু এটার প্রক্রিয়া এত দীর্ঘ যে আপনি বিরক্ত হতে বাধ্য । আপনি লিংক সাবমিট করার পর হয়তো ৬ মাস একবছর কেটে যেতে পারে । আরেকটা ভালো ডিরেক্টরি হচ্ছে ইয়াহু ডিরেক্টরি, কিন্তু এটাতে লিস্টেড হতে গেলে যে পরিমাণ খরচ পড়বে এটা দিয়ে একটা সাইটের টোটাল এসইও কাজ শেষ করে ফেলা সম্ভব । অন্যান্য ডিরেক্টরি গুলো আপনাকে ব্যাকলিংক দিবে, কিন্তু সার্চ ইঞ্জিন রেংকিং এ পরিবর্তনে বড় কোন ভূমিকা রাখবে না । আপনার হাতে যদি অনেক সময় থাকে তাহলে করতে পারেন ডিরেক্টরি সাবমিশন, সাইটের কোয়ালিটি দেখে দেখে ।
আজ এ পর্যন্তই । ফাইনাল পরীক্ষার জন্য মনে হয় আবারো একটা লম্বা বিরতি পড়বে লেখায় । এজন্য অগ্রীম ক্ষমা চেয়ে নিচ্ছি ।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ রাত ২:৪৪