সার্চ ইঞ্জিনে উপরের দিকে পজিশন পাওয়ার জন্য মেইনলি যে জিনিসটা দরকার, তা হচ্ছে ব্যাকলিঙ্ক । প্রথমে ব্যাখ্যা করা দরকার ব্যাকলিঙ্ক কি এবং কিভাবে ব্যাকলিঙ্ক অর্জন করা যায় ?
ব্যাকলিঙ্ক হচ্ছে অন্যান্য সাইট থেকে আপনার সাইটের দিকে আসা লিঙ্ক । একে ইনবাউন্ড লিঙ্কও বলা হয়ে থাকে ।
কিভাবে পাবেন ব্যাকলিঙ্ক?
গুগলসহ সকল সার্চ ইঞ্জিন কোন একটি সাইটের ব্যাকলিঙ্ক সংখ্যা এবং এদের কোয়ালিটি বিবেচনা করে রেংকিং দেয় । কোয়ালিটি ব্যাকলিঙ্ক বলতে বিবেচনা করে কোন সুপরিচিত সাইট থেকে পাওয়া ব্যাকলিঙ্ক অথবা হাই পেজরেঙ্ক ধারী সাইট থেকে পাওয়া ব্যাকলিঙ্ক ।
একেবারে নতুন সাইটের জন্য বিনাখরচে ব্যাকলিঙ্ক পাওয়ার বেশ কিছু উপায় আছে । একটা একটা করে ব্যাখ্যা করব ।
আর্টিকেল
সার্চ ইঞ্জিনগুলো এখন কন্টেন্ট এর মধ্য থেকে পাওয়া লিঙ্ক গুলো কে বেশী গুরুত্ব দেয় । কন্টেন্ট এর মধ্য থেকে লিঙ্ক পাওয়ার সবচাইতে ভালো উপায় হচ্ছে আর্টিকেল সাবমিশন । আপনার সাইট যে বিষয়ের উপর সে বিষয় এর উপর সে বিষয়ে ২৫০-৩০০ ওয়ার্ডের আর্টিকেল লিখুন । আর্টিকেলের জন্য কোয়ালিটি কোন গুরুত্বপুর্ণ বিষয় না, মোটামুটি শুদ্ধ ইংরেজীতে লেখা হলেই হবে । শুধুমাত্র কিওয়ার্ড যাতে আপনার সাইটের সাথে মিলে সেটা দেখবেন । গুগলে সার্চ দিয়ে যে কোন আর্টিকেল দেখে সেটা রি-রাইট করে নিজের ভাষায় লিখে দিলেও হবে । প্রতিটি আর্টিকেলের সাথে আপনি সর্বোচ্চ দুইটি লিঙ্ক অ্যাড করতে পারবেন । তো সেই লিঙ্কদুটি আপনার প্রয়োজন মত বসিয়ে দিলেই কাজ হয়ে যাবে । একই আর্টিকেল আপনি বিভিন্ন আর্টিকেল সাবমিশন সাইটে সাবমিট করতে পারেন । ৫-৭ টা ভালো সাইটে সাবমিট করলেই যথেষ্ট । ভালো আর্টিকেল সাবমিশন সাইটের মধ্যে রয়েছে ইজিনআর্টিকলস, গোআর্টিকেলস, আর্টিকল ড্যাশবোর্ড, আর্টিকল সিটি এগুলো ।
ফোরাম
সার্চ ইঞ্জন অপটিমাইজেশন সম্পর্কে জানার সবচাইতে ভালো উপায় হচ্ছে এসইও ফোরামগুলোতে অংশগ্রহন । ফোরামগুলো থেকে আপনি যে শুধু জানতে পারবেন তা-ই নয় । ফোরামগুলো থেকে আপনি ভালোমানের কিছু ব্যাকলিঙ্কও পেতে পারেন । বর্তমান সময়ে হাই পেজরেঙ্ক সাইটগুলোর প্রোফাইল লিঙ্ক সার্চ ইঞ্জিনে খুব ভালো কাজ করে । আর প্রতি পোস্টের নিচে দুইটি সিগন্যাচার লিঙ্ক যুক্ত করার সুযোগ তো পাচ্ছেনই । সেরা কয়েকটি এসইও ফোরামের অ্যাড্রেস পাবেন এখানেView this link
আজ এ পর্যন্তই । পরবর্তীতে আরও লেখার আশা করছি ।